ডার্বি হারের পর ছুটি কাটাতে গেল ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কলকাতা ডার্বি হারের পর স্বাভাবিকভাবেই মন খারাপ ইস্টবেঙ্গল সমর্থকদের। আর এই হারের সাথে এবারের আইএসএলের অভিযান শেষ হল ইস্টবেঙ্গল এফসির।
এবার আগামী এপ্রিল মাসে সুপার কাপে নামবে ইস্টবেঙ্গল, আর তার আগে ১৫ দিনের ছুটি পেলেন ফুটবলার-কোচরা। নিজেদের বাড়িতে যে যার মত ছুটি কাটিয়ে ১২ মার্চ নাগাদ কলকাতায় মিলিত হবেন ইস্টবেঙ্গল কোচ-ফুটবলাররা।
ডার্বির পরপরই নিজের দেশে ফিরে গিয়েছেন জর্ডান ও' ডোহার্টি। রবিবার দেশে ফেরেন হেড কোচ স্টিফেন কনস্টানটাইন। একে একে সকল বিদেশীই যে যার দেশে ফিরেছেন। ভারতীয় ফুটবলাররাও বাড়ি গিয়েছেন।
মূলত দীর্ঘ মরশুমের পর খেলোয়াড় ও কোচেদের মানসিকভাবে চাঙ্গা করতে এই সিদ্ধান্ত নিয়েছে ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। আগামী এপ্রিল মাস থেকে হতে চলা সুপার কাপে ভালো পারফর্ম করতে চাইবে লাল-হলুদ ব্রিগেড।