খেলা গড়াল স্টপেজ টাইমে! মধ্যস্থতাকারীদের ভরসাতেই থাকল ইস্টবেঙ্গল কর্তারা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ফাইনাল এগ্রিমেন্ট নিয়ে ইস্টবেঙ্গল বনাম শ্রী সিমেন্টের খেলার সমাপ্তি প্রায় হয়েই এসেছে বলাই যায়। ক্রমশ স্টপেজ টাইমে চলে গিয়েছে খেলা। আর এই খেলায় সুপার সাব হিসেবে হাজির হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও মধ্যস্থতাকারীরা। এবং তাদের ভরসাতেই আপাতত অপেক্ষা করছে ইস্টবেঙ্গল কর্তারা।
শুক্রবার বেলায় ক্লাব তাঁবুতে ভার্চুয়াল বৈঠকে মধ্যস্থতাকারীদের সাথে বৈঠকে বসেন ইস্টবেঙ্গল কর্তারা। প্রায় চার ঘন্টা ধরে চলে এই বৈঠক। মধ্যস্থতাকারীদের মধ্যে উপস্থিত ছিলেন রিলায়েন্স কর্তারা সহ আরও বেশ কিছু প্রশাসনিক ব্যক্তিত্ব।
এবং সেই দীর্ঘ বৈঠকের পর ইস্টবেঙ্গল কর্তারা ঠিক করেন, সন্ধ্যেবেলায় অনুষ্ঠিত হওয়া কর্মসমিতির বৈঠক স্থগিত করা হবে। মধ্যস্থতাকারীদের নিজেদের যাবতীয় সমস্যার কথা বলেছেন ইস্টবেঙ্গল কর্তারা। এবং মধ্যস্থতাকারীদের উত্তরের অপেক্ষাতেই আছে ক্লাবের কার্যসমিতি।
এদিকে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার নবান্ন সূত্রে খবর এসেছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মারফত বার্তা গিয়েছে ক্লাবকর্তাদের কাছে, যাতে শ্রী সিমেন্ট প্রদত্ত ফাইনাল এগ্রিমেন্টে এই মুহুর্তেই সই না করতে।