ডার্বিতে নিজেদের ম্যাচ দেখতে কি যাবেন না ইস্টবেঙ্গল কর্তারা?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল এফসি। এবারের কলকাতা ডার্বিতে আয়োজক ইস্টবেঙ্গল এফসি। কিন্তু ইমামি ইস্টবেঙ্গলের টিকিট বন্টন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বাংলা ফুটবল মহলে। এমনকি, এভাবে ইমামি ইস্টবেঙ্গলের টিকিট বরাদ্দ নিয়ে বেজায় অখুশি খোদ ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা।
শোনা যাচ্ছে মোহনবাগান ক্লাবকে যে ভিআইপি এবং ভিভিআইপি টিকিট বরাদ্দ করেছে ইমামি ইস্টবেঙ্গল, তা নিয়ে একেবারেই খুশি নয় ইস্টবেঙ্গল কর্তারা। যা খবর তাতে পর্যাপ্ত ভিআইপি এবং ভিভিআইপি টিকিট যদি দুই ক্লাবের মধ্যে সমানভাবে বন্টন না হয় তাহলে সেটি একেবারেই সম্মানজনক হবে না। কারণ এই ভিভিআইপি টিকিটের মাধ্যমে বিশিষ্ট অতিথিরা আসবেন ডার্বিতে।
ইনভেস্টারদের এরকম কাজের জন্য ক্ষুব্ধ খোদ ইস্টবেঙ্গল কর্তারা। মোহনবাগান ক্লাব এই টিকিট বরাদ্দের বিষয়ে যে ক্ষোভ প্রকাশ করেছিল, তাতে এবার মোহনবাগানের পাশেই দাঁড়ালো ইস্টবেঙ্গল। এবং শোনা যাচ্ছে যদি ভিআইপি এবং ভিভিআইপি টিকিটের পর্যাপ্ত বরাদ্দ না হয় তাহলে ডার্বি দেখতে যাবেন না ইস্টবেঙ্গল কর্তারা।
শুধু মোহনবাগানই নয়, বাংলা ফুটবল নিয়ামক সংস্থা আইএফএকে মাত্র ৫০০টি টিকিট দিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। সেই নিয়ে প্রেস বিজ্ঞপ্তি জানিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। এবার নিজেদের ইনভেস্টারের এরকম কাজের জন্য একেবারেই খুশি নন ইস্টবেঙ্গল ক্লাবের কর্তারা।