কোয়েস জমানার খেলোয়াড়দের বকেয়া বেতনের দায় নেই ইস্টবেঙ্গল ক্লাবের, বার্তা দেবব্রত সরকারের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত কয়েক দিন ধরে একটি খবর ঘোরাফেরা করছিল, কোয়েস জমানায় কিছু খেলোয়াড়দের বকেয়া বেতন বাকি রেখেছিল ইস্টবেঙ্গল ক্লাব। আর সেই বেতন পাওয়ার লক্ষ্যে হাইমে স্যান্টোস কোলাডো সহ কিছু খেলোয়াড় ফিফার কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসে আবেদন করেন। যার জেরে জোর সম্ভাবনা ইস্টবেঙ্গল ক্লাবকে ভারী জরিমানা ও ট্রান্সফার ব্যানের সম্মুখীন হওয়ার।
এবার এই সকল জল্পনাকে উড়িয়ে দিলেন খোদ ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার। এক্সট্রা টাইম বাংলার সাথে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দেবব্রত সরকার সাফ জানিয়েছেন, পূর্বতন ইনভেস্টর কোয়েস খেলোয়াড়দের জন্য যে টার্মিনেশন চুক্তি করেছিল, সেখানে ইস্টবেঙ্গল ক্লাবের উপর কোনও দায় ছিল না।
এই নিয়ে দেবব্রত সরকার বলেছেন, "কোয়েসের সাথে যখন আমাদের বিচ্ছেদ হয় তখন কোয়েস আমাদের জানিয়েছিল, পোস্ট সিজনের জন্য আমরা সকল খেলোয়াড়কে টার্মিনেট করেছি, এবং ইস্টবেঙ্গল ক্লাবের উপর কোনও দায় থাকবে না। সে বিষয়ে আশ্বস্ত হয়েই আমরা বিচ্ছেদ করেছিলাম।"
এরপর নীতু সরকার বলেন, "এরপর যখন খেলোয়াড়রা ফিফায় গিয়েছিল, তখন কোয়েস প্রদত্ত সেই টার্মিনেশন চুক্তিটি খারিজ করে দেয়, যার জেরে বেতনের দায়ভার এসে পড়ে ইস্টবেঙ্গল ক্লাবের উপর। এই নিয়ে আমরা কোয়েসকে চিঠি দিয়েছিলাম, যাতে চুক্তিটিকে পুনরায় তৈরি করা হোক কিংবা নিজেদের মধ্যে বিষয়টি বোঝাপড়া করে নেওয়া হোক। কিন্তু কোনও উত্তর আসেনি কোয়েসের তরফে।"
এদিকে কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টস বা ফিফা থেকে কোনও চিঠিই পায়নি ইস্টবেঙ্গল ক্লাব, সে বিষয়ে নিশ্চয়তা দিয়েছেন দেবব্রত সরকার। তিনি বলেছেন, "ফিফা থেকে এরকম চিঠি আমরা এখনও পাইনি, শ্রী সিমেন্ট পেয়েছে কিনা জানি না। এরকম কোনও চিঠি পাইনি যাতে আমাদের রেজিস্ট্রেশন বাতিল বা ট্রান্সফার ব্যান হতে পারে।"
এর জেরে, জল্পনার মেঘকে কার্যত কাটিয়ে দিলেন দেবব্রত সরকার। লাল-হলুদের নীতুদার এমন বার্তা পেয়ে সমর্থকরা আশ্বস্ত হবেন, তা বলাই যায়।