পরের মরশুমে আবারও ট্রান্সফার ব্যানের মুখোমুখি হওয়ার মুখে ইস্টবেঙ্গল ক্লাব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহুর্তে কলকাতা ময়দান তথা ভারতীয় ফুটবলের হট টপিক নিঃসন্দেহে ইস্টবেঙ্গল ক্লাব বনাম লগ্নিকারী সংস্থা শ্রী সিমেন্ট। আগামী মরশুমে আদৌ আইএসএল খেলবে কিনা সে নিয়ে প্রশ্নচিহ্ন দাঁড়ালেও এবার নয়া ঝামেলার মুখোমুখি হল ইস্টবেঙ্গল ক্লাব।
প্রাক্তন ইনভেস্টর কোয়েসের সময়কালে বেশ কিছু ফুটবলার ও সহকারী কোচের বেতন এখনও বাকি রেখে দিয়েছে ইস্টবেঙ্গল, আর সেই কারণে এবার কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস (ক্যাশ) এর দ্বারস্থ হয়েছে ফুটবলার-কোচরা। এতদিন ফিফার ডিসিপ্লিনারি কমিটির আওতায় ছিল সমস্যাটি। কিন্তু এবার সরাসরি ক্যাশের আওতায় পড়েছে এই বেতন ইস্যুটি।
একাধিকবার ডিসিপ্লিনারি কমিটি থেকে ক্লাবকে এই বেতন ইস্যুতে চিঠি পাঠানো হলেও সেই বিপুল পরিমাণ অর্থ একা ক্লাবের পক্ষে দেওয়া সম্ভব ছিল না। এদিকে নয়া ইনভেস্টর শ্রী সিমেন্ট যাবতীয় আর্থিক দায়ভার নেওয়ার বিষয়ে চুক্তিবদ্ধ থাকলেও কোয়েস জমানার ঝামেলা থেকে তারা হাত তুলে নিয়েছে।
এই পরিস্থিতিতে এবার ক্যাশের আওতায় পড়ায় বড়সড় আর্থিক জরিমানার মুখে পড়বে ইস্টবেঙ্গল ক্লাব, যার পরিমাণ প্রায় ৪-৫ কোটি টাকার কাছাকাছি। আর সেই জরিমানা না মেটাতে পারলে ফিফার তরফ থেকে ট্রান্সফার ব্যান পেতে পারে এসসি ইস্টবেঙ্গল কিংবা ইস্টবেঙ্গল এফসি - ক্লাবের যে স্বত্ত্বা আগামী মরশুমে লিগ খেলুক না কেন। আর এর জেরে পরের মরশুমের জন্য বিদেশী ফুটবলার নিতে পারবে না লাল-হলুদ ব্রিগেড।
ট্রান্সফার ব্যান ও জরিমানা যেন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের জন্য। প্রতি মরশুমে সেই এক ঝামেলা, আর এর জেরে হয়রানিতে ভোগেন সমর্থকরা। এবার বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থার অধীনে এই মামলা থাকায় কিভাবে সেটিকে অতিক্রম করে লাল-হলুদ শিবির, তারই অপেক্ষায় ভারতীয় ফুটবল মহল।