প্রথম একাদশে ফিরে এসে গোয়া ম্যাচের আগে আত্মবিশ্বাসী কমলজিৎ সিং

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আইএসএল ২০২২-২৩ মরশুমে ১৪ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল ফুটবল দল লিগের নবম স্থানে রয়েছে। ২৬ জানুয়ারি পন্ডিত জহরলাল নেহেরু স্টেডিয়ামে এফসি গোয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলার জন্য বৃহস্পতিবার গোয়ায় পৌছে গিয়েছে লাল হলুদ ব্রিগেড।
সম্প্রতি ইস্টবেঙ্গল মিডিয়া টিমকে লাল-হলুদ দলের পাঞ্জাবী গোলরক্ষক কমলজিৎ সিং আসন্ন গোয়া ম্যাচ এবং নিজের হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে আবার মাঠে ফেরার বিষয় বিস্তারিত জানিয়েছেন।
দলের প্রথম একাদশে ফিরে আসা এবং দলের সহযোগি কর্মীদের বিষয় কমলজিৎ বলেছেন, "আমি কিছু সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিলাম। ফিরে এসে গোল সেভ দেওয়ায়, আমার আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। সহযোগী কর্মীরা আমার সুস্থ হয়ে ওঠার সময় প্রচুর সহায়তা করেছে। তারা আমায় প্রচুর আত্মবিশ্বাস দিয়েছিল। এবং আমায় মাঠে দ্রুত ফিরে আসতে সাহায্য করেছিল। আমার প্রথম একাদশে ফিরে আসার প্রধান কারণ হলেন তারা।"
গোয়া ম্যাচ নিয়ে কমলজিৎ জানিয়েছেন, "এফসি গোয়া খুবই ভালো ফুটবল খেলছেন। তারা তাদের শেষ ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে ৩-১ গোলে হারিয়েছে, যা তাদের আত্মবিশ্বাস বাড়াবে। আমরা তাদের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। আমরা গোয়ার বিরুদ্ধে ভালো করার জন্য বদ্ধপরিকর।"
সবশেষে লাল-হলুদ সমর্থকদের উদ্দেশ্যে ইস্টবেঙ্গল গোলরক্ষক বলেছেন, "আমরা সকলেই কঠোর পরিশ্রম করছি মাঠে নিজেদের সেরাটা দেওয়ার জন্য। এটি একটি পদ্ধতি। আমাদের মধ্যে বেশিরভাগ ফুটবইলারই প্রথমবার একসাথে খেলছি। যদি সমর্থকরা আমাদের সমর্থন করেন, আমি নিশ্চিত আমরা অনেক ভালো জায়গায় এই মরশুম শেষ করব।"