অঙ্কিতকে শোকজ করল ইস্টবেঙ্গল

সব্যসাচী ঘোষ : কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ঘরের মাঠে দুরন্ত জয় পেয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু সেই ম্যাচে জার্সি মাটিতে ছুঁড়ে বিতর্কের মুখে পড়েছিলেন বাঙালি ডিফেন্ডার অঙ্কিত মুখার্জি। যদিও এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন অঙ্কিত।
কিন্তু অঙ্কিতের এই বিষয়টি ভালো চোখে দেখছে না ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। খোদ স্টিফেন কনস্টানটাইন এই নিয়ে ক্ষুব্ধ। এবার অঙ্কিতকে শোকজ দিল ইস্টবেঙ্গল।
সাংবাদিক বৈঠকে স্টিফেন কনস্টানটাইন জানিয়েছেন, অঙ্কিতকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে শোকজের জবাব দিতে হবে। জানা গিয়েছে, সোমবার রাতে অঙ্কিতকে শোকজের নোটিস পাঠানো হয়েছে।
তবে অঙ্কিতকে ইতিমধ্যেই অনুশীলনে আসতে বারণ করা হয়েছে। সম্ভবত নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচডে স্কোয়াডে থাকবেন না অঙ্কিত।