সুপার কাপের জন্য দল ঘোষণা ইস্টবেঙ্গলের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন সুপার কাপের মূলপর্বের জন্য দল ঘোষণা করল ইস্টবেঙ্গল এফসি। বিদায়ী কোচ স্টিফেন কনস্টানটাইনের এটিই লাল-হলুদের হয়ে শেষ অ্যাসাইনমেন্ট। এই পরিস্থিতিতে কতটা অনুপ্রাণিত থাকবে ফুটবলাররা, তা নিয়ে চিন্তা থাকবেই।
বুধবার বিকেলে যুবভারতীতে শেষ অনুশীলন সেরে বৃহস্পতিবার সকালে কেরালার উদ্দেশ্যে রওনা দিয়েছে ইস্টবেঙ্গল। চলুন দেখে নিই, কেমন দল নিয়ে কেরালায় যাচ্ছে ইস্টবেঙ্গল।
চুক্তিবদ্ধ ছয় বিদেশীই সুযোগ পেয়েছেন সুপার কাপের দলে। অর্থাৎ ইভান গোঞ্জালেজ, চারালাম্বোস কিরিয়াকু, অ্যালেক্স, লিমা, জর্ডান ও' ডোহার্টি, জেক জার্ভিস ও ক্লেইটন সিলভা সুপার কাপ খেলবেন ইস্টবেঙ্গলের হয়ে।
এদিকে রিজার্ভ দল থেকে সুযোগ পেয়েছেন তুহিন দাস, প্রীতমকুমার সিং, অমরজিৎ সিং কিয়াম, হিমাংশু জাংড়া ও অতুল উন্নিকৃষ্ণণ। ফলে তারা আইলিগ দ্বিতীয় ডিভিশন সহ রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগে খেলতে পারবেন না।
চলুন এক নজরে দেখে নিই সুপার কাপের জন্য ইস্টবেঙ্গল দল -
গোলকিপার - কমলজিৎ সিং, পবন কুমার, শুভম সেন।
ডিফেন্ডার - মহম্মদ রাকিপ, সার্থক গোলুই, ইভান গোঞ্জালেজ, প্রীতমকুমার সিং, জেরি লালরিনজুয়ালা, লালচুংনুংগা, চারালাম্বোস কিরিয়াকু, তুহিন দাস, অথুল উন্নিকৃষ্ণণ।
মিডফিল্ডার - মোবাশির রহমান, সৌভিক চক্রবর্তী, সুমিত পাসি, অ্যালেক্স লিমা, নাওরেম মহেশ সিং, জর্ডান ও' ডোহার্টি, অমরজিৎ সিং কিয়াম, হিমাংশু জাংড়া।
ফরোয়ার্ড - ক্লেইটন সিলভা, জেক জার্ভিস, সেম্বোই হাওকিপ, ভিপি সুহের।