ঘরের মাঠে আবারও হার ইস্টবেঙ্গলের!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ঘরের মাঠে আরও একবার খালি হাতে ফিরতে হল স্টিফেন কনস্ট্যানটাইনের দল। অপেক্ষাকৃত শক্তিশালী হায়দ্রাবাদ এফসির সাথে লড়াই করেও ০-২ গোলে পরাজিত হন ক্লেইটন সিলভা নাওরেম সিংরা। ম্যাচের শুরুতে এবং একদম শেষে গোল করে লিগ টেবিলের দ্বিতীয় স্থান ধরে রাখল ম্যানুয়েল মার্কুয়েজের হায়দ্রাবাদ এফসি।
খেলা শুরুর ৯ মিনিটের মাথায় হেরেরার দূর থেকে ভাসানো বল থেক হায়দ্রাবাদের বিদেশি স্ট্রাইকার জেভিয়ার সিভেরিওর দুর্দান্ত হেডে গোল করে এগিয়ে দেন হায়দ্রাবাদ এফসিকে। এরপর নিজেদের গোল পার্থক্য বাড়ানোর সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হন হায়দ্রাবাদ আক্রমণ বিভাগের খেলোয়াড়েরা। লাল হলুদ ব্রিগেড ধীরে ধীরে খেলায় ফিরলেও প্রথমার্ধের শেষে খেলার ফলাফল ০-১ থাকে।
দ্বিতীয়ার্ধে স্টিফেন কনস্ট্যানটাইনের দল সমতায় ফেরার কাছাকাছি পৌছে গেলেও খেলার ফলাফল একই থাকে। উলটে ম্যাচের একদম শেষ মুহূর্তে একক দক্ষতায় হায়দ্রাবাদকে দুই গোলে এগিয়ে দেন অ্যারেন। ৯৩ মিনিটে ইস্টবেঙ্গল বক্সের সামনে দুইজন ফুটবলারকে কাটিয়ে জালে বল জড়িয়ে দেন অ্যারেন ডি সিলভা। ওগবেচের পাস থেকে গোল করে যান তিনি। ম্যাচের সেরা নির্বাচিত হন হায়দ্রাবাদের নিম ডর্জে।
১৪ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নবম স্থানেই থাকে ইস্টবেঙ্গল। অন্যদিকে এই ম্যাচের পর হায়দ্রাবাদ এফসি তৃতীয় স্থানে থাকা কেরালা ব্লাস্টার্সের দিয়ে ১০ পয়েন্টে এগিয়ে যায়।