মোহনবাগান মডেলেই হোক ইনভেস্টরের সাথে চুক্তি, বার্তা ইস্টবেঙ্গল কর্মসমিতির কর্তার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গতকাল এক্সট্রা টাইম বাংলার তরফ থেকে বলা হয়েছিল, মোহনবাগান মডেলকে আদর্শ রেখে হয়ত শ্রী সিমেন্ট এবং ইস্টবেঙ্গল ক্লাব নিজেদের মধ্যে সমঝোতা রাখতে পারবে। এমনকি, খোদ শ্রী সিমেন্টের কর্নধার হরি মোহন বাঙুর এই বিষয়ে সরাসরি বার্তা দিয়েছিলেন, মোহনবাগান ও এটিকের সংযুক্তিকরণের চুক্তিতে দেখে শেখা উচিত।
এবার কার্যত একই সুরে গাইলেন ইস্টবেঙ্গল ক্লাবের কর্মসমিতির এক শীর্ষকর্তার। নিজের ফেসবুকে তিনি হঠাতই একটি লেখা লেখেন, যেখানে তিনি জানিয়েছেন যে মোহনবাগান মডেলই হোক আদর্শ। দুই পক্ষের মধ্যে সেই চুক্তিতে কোনও ভেদাভেদ বা জটিলতা হয়নি। আর তিনি এও বলেছেন মোহনবাগান মডেলই পারে ইস্টবেঙ্গল ও শ্রী সিমেন্টকে এক করে দিতে।
এই নিয়ে হরি মোহন বাঙুরের উদ্দেশ্যে সেই কর্তা লিখেছিলেন, এটিকে ও মোহনবাগানের চুক্তির সম্পূর্ণ অনুকরণীয় চুক্তি দেওয়া হলে ২৪ ঘন্টার মধ্যে সেই চুক্তি সই করে দেবেন ক্লাব কর্তারা। যদিও সেই পোস্ট ডিলিট করে দেন সেই কর্তা।
একই কথা বলেছেন প্রাক্তন ফুটবলার রহিম নবিও। এক্সট্রা টাইম বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ বার্তায় রহিম নবিও বলেছেন, "২০ শতাংশ থাকলেও মোহনবাগান সমর্থকরা রাজার মত নিজেদের তাঁবুতে ঢুকতে পারবে। এটিকের সাথে যুক্ত হওয়ার ফলে সেই পুরোনো গ্যালারি আর পরিকাঠামোও উন্নত হবে। আর এরা (এসসি ইস্টবেঙ্গল) সব সময় আগে ক্লাবের সম্মান নিয়ে ভেবেছে। শ্রী সিমেন্ট গত আইএসএলে কোনও কাজে একজনও ক্লাবকর্তাকে সামনে আনেনি, সব সময় পিছনে ঠেলে দিয়েছে। কোনও কাজ করতে দেয়নি ইনভেস্টররা। এই নিয়েই ঝামেলাটা।"
এরপর নবি বলেছেন, "যদি মোহনবাগান মডেলের চুক্তি শ্রী সিমেন্ট আনত, তারপরেও যদি নীতুদারা সই না করত, তাহলে তাদের দিকে আঙুল তোলা যেত। ওরা যদি মানে তো তোমার মানতে অসুবিধা কি! কিন্তু সেটি তো হচ্ছে না।"
ফলে অস্বীকার করে লাভ নেই, খোদ লাল-হলুদের অন্দরেও এবার ঢুকে পড়েছে মোহনবাগান মডেলের আদর্শ। এমনকি প্রাক্তন খেলোয়াড়রাও মনে করছেন, মোহনবাগান মডেলের বাইরে গিয়ে বিপদ ডেকে আনছে শ্রী সিমেন্ট ও ইস্টবেঙ্গল ক্লাব।