দলের পারফর্মেন্স নিয়ে ম্যানেজমেন্টকে কড়া বার্তা দেবে ইস্টবেঙ্গলের কার্যনির্বাহী কমিটি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের অবস্থা তথৈবচ। প্রথম ম্যাচে এগিয়ে থেকে জামসেদপুরের বিরুদ্ধে ড্র, দ্বিতীয় ম্যাচে এটিকে মোহনবাগানের কাছে লজ্জার হার, আর মঙ্গলবার এগিয়ে থেকেও ওড়িশা এফসির কাছে ছয় গোল হজম করে হার - সব মিলিয়ে লাল-হলুদ ব্রিগেডের এই পারফর্মেন্স একেবারে মানসম্পন্ন নয়।
আর দলের এই হারের ধারায় ক্ষুব্ধ প্রাক্তন ফুটবলার ও সমর্থকরা। অনেকেই চলতি আইএসএল থেকে দল তুলে নেওয়ার বার্তা দিচ্ছেন। এই পরিস্থিতিতে দলের খেলায় প্রচন্ড বিরক্ত ক্লাবের কর্তারা। আর নিজেদের বার্তা স্পষ্ট করতে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে তারা।
ক্লাব সূত্রে খবর, ১ ডিসেম্বর অর্থাৎ বুধবার ক্লাবে কর্মসমিতির জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেখানে সম্মিলিত সিদ্ধান্ত নিয়ে একটি চিঠি পাঠানো হবে গোয়ায় থাকা এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ও শ্রী সিমেন্ট কর্তৃপক্ষকে।
তাদের বক্তব্য স্পষ্ট, ইস্টবেঙ্গলের গৌরব ও ঐতিহ্যকে আর যেন ধূলোর মধ্যে মিশিয়ে না দেওয়া হয়। অত্যন্ত কড়া বার্তা দেওয়া হবে এই চিঠিতে, তা বোঝাই যাচ্ছে। শোনা যাচ্ছে, ভালো পারফর্মেন্স না করলে টুর্নামেন্ট থেকে দল তুলে নেওয়ার বার্তাও দিতে পারে কর্তারা।
সব মিলিয়ে, এসসি ইস্টবেঙ্গলের এই পারফর্মেন্সে আবারও উঠে এল দুই পক্ষের মধ্যেকার বিরোধ।