ইমামির চুক্তিপত্র সইয়ের ক্ষেত্রে চুড়ান্ত পদক্ষেপ নিয়ে নিল ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত কয়েক দিন আগে ইনভেস্টর ইমামি ইস্টবেঙ্গল ক্লাবকে চুড়ান্ত চুক্তিপত্রের নথি পাঠায়। যার ফলে আশা বেড়েছিল, হয়ত এবার চুক্তি সই হয়ে যেতে পারে। এবার এই নিয়ে চুড়ান্ত পদক্ষেপটি নিয়ে নিল লাল-হলুদ ব্রিগেড।
ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, আইনজ্ঞদের দ্বারা ইমামির চুক্তিপত্র পর্যালোচনা করার পর সেটি পুনরায় ইমামির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়া দেবব্রত সরকার আশ্বাস দিয়েছেন, আগামী সপ্তাহের শুরুর দিকেই সই করে নিতে চাইছে দুই পক্ষই।
জানা গিয়েছে, ইস্টবেঙ্গল ও ইমামির আলোচনায় গঠিত অন্তিম খসড়া চুক্তিপত্র ও এই চুড়ান্ত চুক্তিপত্রে খুব একটা তফাত নেই। এবার সেই চুড়ান্ত চুক্তিপত্র পর্যালোচনা করে ইমামিকে পাঠিয়ে ইতিবাচক পথেই হেঁটেছে ইস্টবেঙ্গল।