IWL শুরুর আগেই পদত্যাগপত্র দিলেন ইস্টবেঙ্গল কোচ সুজাতা কর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আর কয়েক দিন বাদেই জাতীয় মহিলা লিগ (IWL)। বাংলা থেকে একমাত্র দল হিসেবে এই লিগে খেলবে ইস্টবেঙ্গল। কিন্তু এই টুর্নামেন্ট শুরুর কয়েক দিন আগে বড়সড় ধাক্কা খেল লাল-হলুদ মহিলা দল।
যা খবর, বুধবার রাতে ক্লাবকে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন ইস্টবেঙ্গল মহিলা দলের হেড কোচ সুজাতা কর। কিন্তু হঠাৎ কেন তিনি এমন সিদ্ধান্ত নিলেন, সে নিয়ে বিস্তারিত কিছু বলেননি। তবে এসবের পিছনে অভিমান রয়েছে, এমনটাই জানা যাচ্ছে।
তবে এখনও অবধি ইস্টবেঙ্গলের তরফ থেকে সুজাতা করের এই পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। জানা গিয়েছে, ইস্টবেঙ্গলের তরফ থেকে যোগাযোগ করা হয়েছে সুজাতা করের সাথে। যা সম্ভাবনা, বৃহস্পতিবার সুজাতা করের সাথে এই নিয়ে আলোচনায় বসবে ইস্টবেঙ্গল ক্লাব।
তবে জাতীয় লিগ শুরুর কয়েক দিন আগে কোচ পদ থেকে সুজাতা করের সরে যাওয়াটা যথেষ্ট বড় ধাক্কা দেবে ইস্টবেঙ্গলকে। সুজাতা করের হাত ধরেই গত কন্যাশ্রী কাপে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল।
আগামী ২৬ এপ্রিল গোকুলাম কেরালার বিরুদ্ধে মহিলা লিগের অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল। গ্রুপ এ-তে ইস্টবেঙ্গলের সাথে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গোকুলাম কেরালা, হাউজ অফ পাওয়ার সকার, কাহানি, মাতা রুকমানি, মিসাকা ইউনাইটেড, মুম্বাই নাইটস ও স্পোর্টস ওড়িশা।