সত্যিই কি চুক্তিবৃদ্ধি হচ্ছে স্টিফেন কনস্টানটাইনের?

সব্যসাচী ঘোষ : মঙ্গলবার রাত থেকে একটি জল্পনা ক্রমশই ঘুরছিল ভারতীয় ফুটবল মহলে। বলা হয়েছে, আরও দুই বছরের জন্য ইস্টবেঙ্গলের সাথে চুক্তিবৃদ্ধি করতে চলেছেন স্টিফেন কনস্টানটাইন।
তবে এই জল্পনা একেবারেই উড়িয়ে দিলেন খোদ ইস্টবেঙ্গল হেড কোচ। সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে স্টিফেন জানিয়েছেন, এখনও অবধি চুক্তিবৃদ্ধির বিষয়ে কোনও খবর তিনি পাননি।
তবে যা খবর, এর আগে একাধিকবার মৌখিকভাবে স্টিফেনকে চুক্তি বাড়ানোর প্রস্তাব দিয়েছে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট। খোদ ইস্টবেঙ্গল ক্লাবের কর্তারাও স্টিফেনের উপর আস্থা রাখতে চাইছেন। মূলত পরের মরশুমে ভালো দল গড়ে দিয়ে স্টিফেনকে আরও একটি সুযোগ দিতে চাইবে লাল-হলুদ ম্যানেজমেন্ট।