চেন্নাইনের বিরুদ্ধে প্রতিরোধহীন হারে হতাশ ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্টানটাইন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার চেন্নাইন এফসির বিরুদ্ধে ০-২ ফলে হারল ইস্টবেঙ্গল। আবারও হারের রাস্তায় ফিরল লাল-হলুদ ব্রিগেড। আর এই হারে স্বাভাবিকভাবে খুশি নন ইস্টবেঙ্গল হেড কোচ স্টিফেন কনস্টানটাইন।
সাধারণত রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন বা সমালোচনা করেন না স্টিফেন। কিন্তু চেন্নাইনের বিরুদ্ধে হারের পর নিজের অভ্যেসের বাইরে গেলেন তিনি। সাংবাদিক বৈঠকে এসে স্টিফেন বলেছেন, "প্রথমার্ধে আমরা যে দু-তিনটি সুযোগ পেয়েছিলাম, সেগুলো থেকে গোল করতে পারিনি। দ্বিতীয়ার্ধের প্রথম পাঁচ মিনিটের মধ্যেই গোল খাওয়ার ঘটনাটা অদ্ভূত। রেফারির বাঁশির অপেক্ষা না করেই ফ্রি কিক নেওয়া হয় এবং তার পরই গোল হয়ে যায়। আমি যতদূর জানি রেফারির বাঁশি না বাজা সত্ত্বেও কোনও খেলোয়াড় যদি ফ্রি কিক নেয়, তা হলে তাকে হলুদ কার্ড দেখানো হয়। এক্ষেত্রে সেটা হয়নি। তার পরেও আমরা সমতা আনার চেষ্টা করেছিলাম। কিন্তু ম্যাচের একেবারে শেষ দিকে পাঁচ-ছ’মিনিট আগে গোল হয়ে গেলে আর কীই বা করার থাকতে পারে।"
এদিকে স্টিফেন আবারও বলে উঠলেন, প্রথম ছয়ে থাকার মত দল তারা নন। এই নিয়ে কনস্টানটাইন বলেছেন, "যদি কেউ ভেবে থাকেন আমরা সেরা ছয়ে থাকবই, তা হলে সেটা ঠিক নয়। কারণ, সেরা ছয়ে থাকার মতো দল আমার হাতে নেই। সেই মানের খেলোয়াড় নেই আমাদের দলে। তাও যথেষ্ট পরিশ্রম করেছে দলের ছেলেরা। পাঁচটা ম্যাচ জিতেছি, যা এর আগে কখনও পারিনি আমরা। এই ম্যাচের আগে দুটো ম্যাচে অপরাজিতও ছিলাম আমরা। এই মরশুমটা ঠিকঠাক না গেলেও পরের মরশুমে আমরা আরও ভাল প্রস্তুতি নিয়ে নামব। আশা করি, আগামী মরশুমে সেরা ছয়ে থাকতে পারব।"
আশা শেষ, এবার কি রিজার্ভ দলের কোনও খেলোয়াড়কে সুযোগ দেবেন ইস্টবেঙ্গল হেড কোচ? এই নিয়ে স্টিফেন বলেছেন, "শেষ দুটো ম্যাচে আমরা জুনিয়রদের মধ্যে থেকে অনেককে নামাতে পারি। কিন্তু আমাদের তো ফল দরকার। মুম্বই সিটি এফসি ও এটিকে মোহনবাগানের বিরুদ্ধে রিজার্ভ দল নামানোর কোনও পরিকল্পনাও আমাদের নেই। হাতে যারা রয়েছে, তাদের মধ্যে সেরা এগারোজনকেই নামাতে হবে এই দুই ম্যাচে এবং কিছু পাওয়ার আশা নিয়েই দল নামাব।"