ঘরের মাঠে প্রথম জয়ের আশায় সমর্থকদের সাহায্য চাইলেন স্টিফেন কনস্ট্যানটাইন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ শুক্রবার ঘরের মাঠে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ফিরতি লেগের ম্যাচে নামার আগে বেশ আশাবাদী লাল হলুদ কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। এই মরশুমে সুনিল ছেত্রীর বেঙ্গালুরু এফসিকে ইতিমধ্যে একবার হারিয়েছে ডোহার্টি-ক্লেইটনের ইস্টবেঙ্গল।
এবারের আইএসএলে লাল হলুদ ব্রিগেড ১০ ম্যাচ খেলে জিতেছে মাত্র তিন পয়েন্ট। কিন্তু ঘরের মাঠে জয়ের সংখ্যা শুন্য। ঘরের মাঠে জয়ের সরণিতে ফিরতে তাই লাল হলুদ সমর্থকদের সাহায্য চাইলেন আশাবাদী স্টিফেন।
সাংবাদিক সম্মেলনে স্টিফেন বলেছেন, "আমরা বেঙ্গালুরু এফসিকে হারানোর ক্ষমতা রাখি। তাঁর জন্য আমরা ইস্টবেঙ্গল সমর্থকদের পাশে চাই। কারণ তারা আমাদের ভালো খেলার উৎসাহ দেন। যদিও বেঙ্গালুরু বেশ কঠিন দল। তাদের বেস কিছু ভালো ফুটবলার রয়েছেন, তারা তিন পয়েন্টের জন্য খেলবে।"
তবে সমর্থকদের আশা দেখানোর পাশাপাশি কোচ স্টিফেন দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোটের কথাও বলেছেন। যা চিন্তায় রাখবেই ইস্টবেঙ্গল সমর্থকদের। লাল হলুদ কোচ কোনো খেলোয়াড়ের নাম স্পষ্ট ভাবে না বললেও খবর অনুযায়ী, সম্ভবত বিদেশি কিরিয়াকুকে বেঙ্গালুরু ম্যাচে পাবেন না স্টিফেন।
কনস্ট্যানটাইন সাংবাদিকদের জানিয়েছেন শুধু ঘরের মাঠেই নয় তাঁর লক্ষ্য আইএসএলের দ্বিতীয় অর্ধের সমস্ত ম্যাচগুলি।