ফাইনাল এগ্রিমেন্টে সই করবে না ইস্টবেঙ্গল! সদস্য বিরোধী চুক্তির বিরুদ্ধে জবাব কর্মসমিতির বৈঠকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : নিজেদের অবস্থানেই অনড় থাকল ইস্টবেঙ্গল ক্লাব। ইনভেস্টর শ্রী সিমেন্টের প্রদত্ত ফাইনাল এগ্রিমেন্টে সই না করার বিষয়ে একজোট হল ক্লাবের কর্মসমিতির সদস্যরা।
শুক্রবার ক্লাবে রুদ্ধদ্বার বৈঠকে বসেন ইস্টবেঙ্গল ক্লাবের কর্মসমিতির সদস্যরা। আর সেই বৈঠকের পর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, সদস্য বিরোধী চুক্তিতে কোনওভাবেই সই করবে না ইস্টবেঙ্গল ক্লাব। এবং এর জন্য ক্লাবের সদস্য, সমর্থক ও প্রাক্তন খেলোয়াড়দের কাছে আর্জি করেছে কর্মসমিতির সদস্যরা। সচিব কল্যাণ মজুমদার সহ ২৫ কর্মকর্তা এই বিষয়ে সহমত পোষণ করেছেন।
আর এর জেরে কার্যত স্পষ্ট হয়ে গেল, কলকাতা লিগে খেলবে না ইস্টবেঙ্গল কিংবা এসসি ইস্টবেঙ্গল। ইনভেস্টর পক্ষ নিজেদের তরফ থেকে স্পষ্ট, ফাইনাল এগ্রিমেন্টে সই না হলে দলগঠন হবে না। এবার ইস্টবেঙ্গল ক্লাবও অনড়, সদস্য বিরোধী এই এগ্রিমেন্টে তারা সই করবে না। দুই পক্ষের ইগোর লড়াইয়ে শেষে ফুটবলই আর খেলা হবে না ইস্টবেঙ্গল ক্লাবের, লাখো সমর্থক আবারও হতাশ হয়েই বসে থাকবেন।