ইউরোপের এই ক্লাবের জাদুঘরে জায়গা পেল ইস্টবেঙ্গলের জার্সি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতবর্ষ তথা এশিয়ার অন্যতম ঐতিহ্যশালী ক্লাব ইস্টবেঙ্গল। একশো বছরেরও বেশি সময় ধরে ভারতীয় ফুটবলে নিজেদের গৌরবময় অস্তিত্ব বজায় রেখে চলেছে ইস্টবেঙ্গল। এবার এই ইস্টবেঙ্গলের জার্সি নিজেদের জাদুঘরে রাখল ইউরোপের এই ক্লাব।
জার্মানির দ্বিতীয় ডিভিশনের ক্লাব এফসি সেইন্ট পাউলি নিজেদের জাদুঘরে ইস্টবেঙ্গল এফসির জার্সি রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই খবরটি নিজেদের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে ইস্টবেঙ্গল এফসি।
কয়েক মাস আগে ভারত সফরে এসে ইস্টবেঙ্গলের দুটি ম্যাচ দেখেছিলেন এই সেইন্ট পাউলির প্রতিনিধিরা। ক্লাবের সুপারভাইসরি বোর্ডের চেয়ারওম্যান স্যান্ড্রা সোয়েডলার এসেছিলেন ইস্টবেঙ্গলের ঐতিহ্যশালী ক্লাব তাঁবুতে। আর এই সফরে ইস্টবেঙ্গলের খেলোয়াড় ও কোচের সই করা জার্সি নিয়ে গিয়েছিলেন। সেই জার্সি এবার নিজেদের জাদুঘরে রাখার সিদ্ধান্ত নিল সেইন্ট পাউলি।