সমর্থকদের ব্রাত্য করে প্রাক্তনীদের চুক্তিপত্র দেখার আমন্ত্রণ ইস্টবেঙ্গল ক্লাবের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শ্রী সিমেন্টের সঙ্গে কাজিয়ায় এবার নয়া চাল চালল ইস্টবেঙ্গল কর্মকর্তারা। গত শুক্রবার ফাইনাল এগ্রিমেন্টে সই না করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে সমর্থকদের মধ্যে বিক্ষোভের ঝড় ওঠে। এদিকে সংবাদমাধ্যমে কর্মকর্তাদের বিরোধীতা করেন বেশ কিছু প্রাক্তন খেলোয়াড়রাও।
আর সেই কারণে এবার বড় উদ্যোগ নিল ইস্টবেঙ্গল ক্লাব। মঙ্গলবার বিশেষ বৈঠকে বসে ইস্টবেঙ্গলের কার্যকরী সমিতি। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, ফাইনাল এগ্রিমেন্টের চুক্তিপত্র দেখানোর জন্য আমন্ত্রণ জানানো হবে সকল প্রাক্তন ইস্টবেঙ্গল খেলোয়াড়দের। এর জন্য বিশেষভাবে আমন্ত্রণ করা হয়েছে মনোরঞ্জন ভট্টাচার্য, সম্বরণ ব্যানার্জি, সুকুমার সমাজপতি ও চন্দন ব্যানার্জিকে।
কিন্তু এখানেই প্রশ্ন, কেন সমর্থকদের, যারা ইস্টবেঙ্গল ক্লাবের সব থেকে বড় মূলধন, তাদের কেন দেখানো হবে না এই চুক্তিপত্র? আগামীকাল অর্থাৎ বুধবার ক্লাবে বিক্ষোভের ডাক ডেকেছে একাধিক ইস্টবেঙ্গল ফ্যান ফোরাম। আর সেখানে ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে কেন লুকিয়ে রাখছেন ইস্টবেঙ্গল কর্মকর্তারা? শোনা যাচ্ছে, একাধিক প্রাক্তন খেলোয়াড়রা মিডিয়াতে কর্মকর্তাদের বিরুদ্ধে কথা বলেছে। আর যেহেতু ক্লাবকর্তাদের বড় অস্ত্র হিসেবে রয়েছেন এই প্রাক্তনীরা, ফলে তাদের হাতে রাখতেই এই উদ্যোগ নিয়েছে কর্তারা। যাতে আবারও কর্তাদের হয়েই কথা বলেন প্রাক্তনীরা।