নির্বাসিত হল ইস্টবেঙ্গল!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : হ্যাঁ, এটাই সত্যি। নির্বাসনের শাস্তি পেল ইস্টবেঙ্গল এফসি। বয়স ভাঁড়ানোর অভিযোগে চলতি অনুর্ধ্ব-১৭ এলিট লিগে খেলতে পারবে না ইমামি ইস্টবেঙ্গল এফসি।
শুক্রবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে নোটিসে জানানো হয়, বেশি বয়সের একজন ফুটবলারকে খেলানোর কারণে চলতি এলিট লিগ থেকে নির্বাসিত করা হয়েছে ইমামি ইস্টবেঙ্গল এফসিকে। তবে কোনও জরিমানার শাস্তি দেওয়া হয়নি ইস্টবেঙ্গলকে। এর ফলে পরের রাউন্ডে মোহনবাগান সুপার জায়ান্টের সাথে যোগ্যতা অর্জন করল ইউনাইটেড স্পোর্টস ক্লাব।
আরও পড়ুন - ১০ মার্চ কলকাতায় সম্ভব নয় ডার্বি, ইস্টবেঙ্গলকে স্পষ্ট জানিয়ে দিল বিধাননগর পুলিশ
গত ১৬ ডিসেম্বর মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচে ৪-০ ফলে জয়ী হয়েছিল ইস্টবেঙ্গল। সেই ম্যাচের পর মোহনবাগান সুপার জায়ান্টের তরফ থেকে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বেশি বয়সের ফুটবলার খেলানোর অভিযোগ করা হয়েছিল। এমনকি অভিযোগ এসেছিল, গত ১৪ ডিসেম্বর মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের হয়ে খেলেছিল সেই খেলোয়াড়। সেই অভিযোগের ভিত্তিতে নির্বাসিত করা হয়েছিল সেই ফুটবলারকে। কিন্তু এবার নির্বাসিত করা হল ইস্টবেঙ্গলকে।