ইস্টবেঙ্গলের ক্রীড়া বিজ্ঞানের দায়িত্ব সামলাবেন এই অস্ট্রেলিয়ান প্রশিক্ষক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই ইমামি ইস্টবেঙ্গলের হেড কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন স্টিফেন কনস্টানটাইন, ভারতীয় কোচ হিসেবে এসেছেন বিনো জর্জ। কিন্তু কনস্টানটাইন-বিনোকে সহায়তা করবেন কারা? এই নিয়ে প্রশ্ন উঠছেই।
এবার এই নিয়ে এল বড় আপডেট। ইস্টবেঙ্গল ক্লাবের ক্রীড়া বিজ্ঞানের মুখ্য প্রশিক্ষক হিসেবে দায়িত্ব নিতে চলেছেন অস্ট্রেলিয়ান কোচ ওয়েন ম্যানশিপ। নিজের লিঙ্কডইন প্রোফাইলে তিনি ঘোষণা করেন, "আমি খুশি জানাতে পেরে যে আমি ইস্টবেঙ্গল ক্লাবের ক্রীড়াবিজ্ঞানের হেড হিসেবে নতুন দায়িত্ব শুরু করতে চলেছি।"
শুধু ফুটবল নয়, ক্রিকেট ও বাস্কেটবল দলের দায়িত্বও পালন করেছেন ওয়েন। অ্যাডিলেড থার্টি সিক্সার্স বাস্কেটবল দলের হয়ে স্ট্রেংথ ও কন্ডিশনিং ইন্টার্ন হিসেবে শুরু করেন ওয়েন। এরপর বেন্ডিগো স্পিরিট বাস্কেটবল দলের হয়ে দায়িত্ব নেন। বাস্কেটবল থেকে সরে ওয়েস্ট অ্যাডিলেড পুরুষ ও মহিলা দলের দায়িত্ব নেন ওয়েন। সদ্য দক্ষিণ অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের দায়িত্ব পালন করেছেন।
তবে বলা বাহুল্য, আগের সকল দলগুলির হয়ে তিনি স্ট্রেংথ ও কন্ডিশনিং প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছেন। ফলে ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে শুধু ক্রীড়াবিজ্ঞানই নয়, স্ট্রেংথ ও কন্ডিশনিংয়েরও দায়িত্ব পালন করবেন এই অজি প্রশিক্ষক।