ডেভেলপমেন্ট লিগের জন্য আইএসএল-রিজার্ভ দল মিলিয়ে বড় স্কোয়াড ঘোষণা ইস্টবেঙ্গলের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার প্রকাশিত হল আসন্ন রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের জন্য ইস্টবেঙ্গল এফসির দল। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল, তার এক দিন আগে ৪০ সদস্যের দল ঘোষণা করলেন ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ।
এই দলে ইস্টবেঙ্গলের আইএসএল দলের তিন সদস্য হিমাংশু জাংড়া, অতুল উন্নিকৃষ্ণণ ও তুহিন দাস সুযোগ পেয়েছেন। এদিকে রিজার্ভ দল থেকে সুযোগ পেয়েছেন অর্পণ পোল্লে, আদিল আমাল, আদিত্য পাত্র, মুহাম্মদ নিশাদ, সঞ্জীব ঘোষ, বিষ্ণু টিএম, দীপ সাহা, তন্ময় দাস, লিজো কে ও জেসিন টিকে।
এদিকে গত বছর অনুর্ধ্ব-১৭ ইউথ লিগে খেলা ইস্টবেঙ্গল দলের আটজন খেলোয়াড় এই ডেভেলপমেন্ট লিগে সুযোগ পেয়েছে। বাকি খেলোয়াড়দের ট্রায়ালের মাধ্যমে সুযোগ দেওয়া হয়েছে।
এই টুর্নামেন্টে ইস্টবেঙ্গলের দায়িত্বে থাকবেন সন্তোষ ট্রফি জয়ী কোচ বিনো জর্জ। সহকারী কোচের ভূমিকা পালন করবেন সদ্য এএফসি এ লাইসেন্স প্রাপ্ত অর্চিষ্মান বিশ্বাস। গোলকিপার কোচের দায়িত্ব পালন করবেন সংগ্রাম মুখার্জি।
এক নজরে দেখে নিই ডেভেলপমেন্ট লিগে ইস্টবেঙ্গলের দল -
গোলকিপার - বাচ্চু দাস, নুর আলম গাজি, আদিত্য পাত্র, মুহাম্মদ নিশাদ।
ডিফেন্ডার - মিঠুন রায়, সৌভিক মন্ডল, রাহুল নষ্কর, অভীক ঘোষ, সতেন্দর পাসওয়ান, অর্পণ পোল্লে, সুদীপ্ত মন্ডল, হারু রায়, আদিল আমাল, অথুল উন্নিকৃষ্ণণ, তুহিন দাস।
মিডফিল্ডার - বিকাশ ওরাওঁ, রুপম রায়, বাপি বর্মণ, অমন সিকে, মহম্মদ রোশাল, নাসিব রহমান, কুশ ছেত্রী, প্রীতম সর্দার, মণি শঙ্কর অধিকারী, শ্যামল বেসরা, মোচা ইরম, মহম্মদ ইয়াসিন, মহম্মদ আফজল, সঞ্জীব ঘোষ, বিষ্ণু টিএম, দীপ সাহা, তন্ময় দাস, লিজো কে।
ফরোয়ার্ড - সৌরভ বিশ্বাস, মহম্মদ রাসিক সিপি, আলাউদ্দিন, রাকেশ মালি, মিরাজ মল্লিক, হিমাংশু জাংড়া, জেসিন টিকে।