ডেভেলপমেন্ট লিগের জাতীয় পর্যায়ে কঠিন গ্রুপে ইস্টবেঙ্গল-মোহনবাগান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ শুক্রবার ডেভেলপমেন্ট লিগের পূর্ব জোনের যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচে মোহনবাগান দলকে ২-০ গোলে পরাজিত করে গ্রুপ শীর্ষে শেষ করে ইস্টবেঙ্গল দল। গ্রুপ পর্যায় দ্বিতীয় স্থানে শেষ করে মোহনবাগান। বাংলার দুই বড় দলই জাতীয় পর্যায় খেলার যোগ্যতা অর্জন করে।
ডেভেলপমেন্ট লিগের জাতীয় পর্যায়ের ম্যাচগুলি ইস্টবেঙ্গল খেলবে মুম্বাইয়ে, অন্যদিকে মোহনবাগান খেলবে ইম্ফলের সাই কমপ্লেক্সে।
মোহনবাগান দলের গ্রুপ পর্যায় প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড এফসি, মণিপুরের স্পোর্টস অথারিটি অফ ইন্ডিয়া-আরসি, শিলং লাজং এবং ক্লাসিক ফুটবল একাডেমি।
অন্যদিকে ইস্টবেঙ্গল দলের গ্রুপে রয়েছে রিলায়েন্স ইয়ং চ্যাম্পস, মুম্বাই সিটি, মিজোরামের রামথার ভেঙ এবং গোয়ার ভেলসাও এসসিসি।
বাংলার দুই দলই রয়েছে বেশ কঠিন গ্রুপে। চলুন দেখে নিই, কবে কবে ম্যাচ খেলবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল।
২৭ এপ্রিল - নর্থইস্ট ইউনাইটেড
৩০ এপ্রিল - স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়া - আরসি
৩ মে - শিলং লাজং
৬ মে - ক্লাসিক ফুটবল অ্যাকাডেমি
২৮ এপ্রিল - রামথার ভেং
১ মে - রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ চ্যাম্পস
৪ মে - মুম্বাই সিটি এফসি
৭ মে - ভেলসাও এসসিসি
ডেভেলপমেন্ট লিগের জাতীয় পর্যায় দলগুলিকে মোট ৪ টি গ্রুপে ভাগ করা হয়েছে। এই ৪ টি গ্রুপ থেকে একটি করে দল পৌছে যাবে নেক্সট জেন কাপে। যেটি অনুষ্ঠিত হবে ব্রিটেনে। নেক্সট জেন কাপে অংশগ্রহণ করবে ইংল্যান্ডের ইংলিশ প্রিমিয়ার লিগ ও দক্ষিণ আফ্রিকা প্রিমিয়ার সকার লিগের বাছাই করা ক্লাবগুলির যুব দল।