এই দিনেই চুক্তিপত্র নিয়ে বৈঠকে মুখোমুখি বসছে ইমামি ও ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অবশেষে হয়ত জটিলতার অবসান ঘটতে চলেছে। বৃহস্পতিবার অর্থাৎ ৭ জুলাই চুক্তিপত্র নিয়ে বৈঠকে বসতে চলেছে ইমামি ও ইস্টবেঙ্গল। এবং এই বৈঠক ক্লাব তাঁবুতে নয়, ইমামির অফিসেই হবে।
শোনা যাচ্ছে, বৈঠকের আগে দুই পক্ষের শিবিরেই ইতিবাচক হাওয়া। সমস্ত জটিলতাই মিটে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। চুক্তিপত্র নিয়েই দুই পক্ষের মধ্যে যাবতীয় কথাবার্তা হবে বলেই জানা গিয়েছে।
এখন এটিই দেখার, এই বৈঠকের পর কি বার্তা উঠে আসে দুই পক্ষের মধ্যে। তবে কি বৃহস্পতিবারই হতে চলেছে সই? আপাতত অপেক্ষা ছাড়া উপায় নেই।