কোয়ার্টার ফাইনালের আগে মেসির দূর্বলতা উদ্ধার করলেন ডাচ কোচ লুই ভ্যান গাল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী শুক্রবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মহারণে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। আর এই ম্যাচে আর্জেন্টিনার জয়ের বড় কান্ডারি হয়ে উঠতে পারেন লিওনেল মেসি। ইতিমধ্যেই তিনটি গোল করে ফেলেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
এই পরিস্থিতিতে মেসিকে নিয়ে আলাদা করে পরিকল্পনা করতে হবে ডাচ টিম ম্যানেজমেন্টকে। তবে নেদারল্যান্ডসের হেড কোচ লুই ভ্যান গাল খুঁজে বের করলেন লিওনেল মেসির দূর্বলতা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভ্যান গাল বলেছেন, "মেসি সব থেকে ভয়ঙ্কর ক্রিয়েটিভ খেলোয়াড়, উনি অনেক সুযোগ তৈরি করেন এবং সেগুলি গোলও করেন।"
"তবে যখন ওরা বল হারায় এবং প্রতিপক্ষের পায়ে বল থাকে, ও সেখানে খুব একটা অংশগ্রহণ করে না, আর সেটি আমাদের সুযোগ দেয়।"
এদিকে ব্রাজিলের খেলা নিয়েও প্রশ্ন তুলেছেন ৭১ বছর বয়সী ডাচ হেড কোচ। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে জয় নিয়ে ভ্যান গাল বলেছেন, "তারা একটি কাউন্টার দল। তবে সেই সময়ে আমায় ডাচ মিডিয়ায় পড়তে হয়েছে কত সুন্দর ছিল তারা।"
"কিন্তু তারা শুধুমাত্র একটি কাউন্টার অ্যাটাকিং দল। দক্ষিণ কোরিয়া কেবল আক্রমণের জন্য এগিয়ে গিয়েছিল।"