আবারও ফিরছে ডুরান্ড কাপ, এই দলগুলির খেলা নিশ্চিত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ আবার শুরু হতে চলেছে। ১৩০তম ডুরান্ড কাপের সম্ভাব্য উদ্বোধন হতে চলেছে আগামী ৫ সেপ্টেম্বর। কলকাতায় হওয়া এই টুর্নামেন্টটি হবে মূলত ১৬ দলের।
এই ১৬টি দলের মধ্যে ছয়টি দল সেনাবাহিনীর, পাঁচটি দল আইএসএলের, তিনটি দল আইলিগের এবং দুটি দল আইলিগ দ্বিতীয় ডিভিশন থেকে খেলছে। এখনও অবধি এসসি ইস্টবেঙ্গল কিংবা এটিকে মোহনবাগানের খেলার বিষয়ে কোনও নিশ্চয়তা নেই।
সেনাবাহিনী থেকে যে দলগুলি অংশ নিচ্ছে, তারা হল - আর্মি-রেড ফুটবল টিম, ইন্ডিয়ান এয়ার ফোর্স (নিউ দিল্লি), আর্মি গ্রীন ফুটবল টিম, ব্যাঙ্গালোর আসাম রাইফেল সেন্টার, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স ফুটবল ক্লাব এবং ইন্ডিয়ান নেভি।
এদিকে আইএসএল থেকে বেঙ্গালুরু এফসি, কেরালা ব্লাস্টার্স, হায়দ্রাবাদ এফসি, জামশেদপুর এফসি ও এফসি গোয়া থাকছে টুর্নামেন্টে। আই লিগ থেকে থাকছে মহমেডান স্পোর্টিং ক্লাব, গোকুলাম কেরালা এফসি, সুদেভা দিল্লি এফসি। এছাড়া আইলিগ দ্বিতীয় ডিভিশন থেকে অংশ নিচ্ছে দিল্লি ফুটবল ক্লাব ও এফসি বেঙ্গালুরু ইউনাইটেড।