আইএসএল-আইলিগ মিলিয়ে মোট ১৬টি দল নিয়ে আয়োজিত হতে চলেছে ঐতিহ্যশালী ডুরান্ড কাপ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যে কলকাতা লিগের আয়োজনের তোড়জোড় শুরু করেছে আইএফএ। আইলিগের আয়োজনও হতে পারে এই বাংলায়। এবার বাংলায় আবারও আয়োজিত হতে চলেছে ডুরান্ড কাপ। ১৩০তম ডুরান্ড কাপের আয়োজন নিয়ে কথাবার্তা চলছে।
জানা গিয়েছে, মোট ১৬টি টিম খেলবে এই ঐতিহ্যশালী টুর্নামেন্টে। আইলিগ ও আইএসএলের ছয়টি করে দল, মোট ১২টি দল খেলবে। আর ভারতীয় সেনাবাহিনীর চারটি দলও থাকবে এই টুর্নামেন্টে।
সব কিছু ঠিকঠাক থাকলে, আগামী সেপ্টেম্বর মাসে এই টুর্নামেন্ট আয়োজিত হবে। যদিও দিনক্ষণ এখনও চুড়ান্ত হয়নি। এদিকে সমস্ত ম্যাচ যুবভারতী ক্রীড়াঙ্গনে করার প্রাথমিক প্রস্তাব রাখা হলেও রাজ্য সরকারের সাথে কথা বলে অন্যান্য স্টেডিয়ামে ম্যাচ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।