শুরু ডুরান্ডের টিকিট বিক্রি, ডার্বির টিকিট কত? জেনে নিন বিস্তারিত…

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন ডুরান্ড কাপের টিকিট শনিবার থেকে অনলাইনে ছাড়া হল। গ্রুপ এ ও গ্রুপ বি এর সমস্ত ম্যাচ আয়োজিত হবে সল্টলেক স্টেডিয়াম ও যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে।
অনলাইন টিকিট বিপণন সংস্থা বুক মাই শোয়ের তরফ থেকে এই টিকিট বিক্রি করা হচ্ছে। বুক মাই শো ওয়েবসাইটে গিয়ে সার্চ অপশনে Durand Cup লিখলে ম্যাচগুলির তালিকা চলে আসবে। এরপর আপনার পছন্দ অনুযায়ী ম্যাচে গিয়ে সেখান থেকে টিকিট বুক করে নিন।
যুবভারতী ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে ৫০, ১০০ ও ২০০ টাকার টিকিট ধার্য করা হয়েছে। এদিকে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে হওয়া ম্যাচগুলির টিকিট ৫০ ও ১০০ টাকায় পাওয়া যাচ্ছে।
আগামী ১৬ আগস্ট মহমেডান স্পোর্টিং ক্লাব বনাম এফসি গোয়ার মহারণ দিয়েই শুরু হবে ডুরান্ড কাপ। কিন্তু আগামী ২৮ আগস্ট বড় ম্যাচ, অর্থাৎ ইমামি ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগান ম্যাচকে ঘিরে আগ্রহ থাকবে চরমে। যা সম্ভাবনা, খুব বেশিদিন থাকবে না টিকিট। ইস্টবেঙ্গল, এটিকে মোহনবাগান ও মহমেডান ম্যাচের টিকিট ইতিমধ্যেই বিপুল চাহিদায় রয়েছে। ফলে দ্রুত টিকিট কিনে ফেলুন।