১৩০তম ডুরান্ড কাপের দিনক্ষণ ঘোষিত, এই তিনটি মাঠে আয়োজিত হবে এই ঐতিহ্যশালী টুর্নামেন্ট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ৫ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গে আয়োজিত হবে বিশ্বের দ্বিতীয় প্রাচীন চালু টুর্নামেন্ট ডুরান্ড কাপ। ১৬টি টিম এবারের টুর্নামেন্টে অংশ নেবে। এটিকে মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গল অংশ না নিলেও বাংলার একমাত্র প্রতিনিধি হিসেবে খেলবে মহমেডান স্পোর্টিং।
আইএসএলের পাঁচটি ক্লাব (বেঙ্গালুরু এফসি, এফসি গোয়া, কেরালা ব্লাস্টার্স, জামসেদপুর এফসি ও হায়দ্রাবাদ এফসি), আইলিগের তিনটি (মহমেডান স্পোর্টিং ক্লাব, গোকুলাম কেরালা এফসি ও সুদেভা এফসি) এবং আইলিগ দ্বিতীয় ডিভিশনের দুটি (এফসি বেঙ্গালুরু ইউনাইটেড ও দিল্লি এফসি) ক্লাব অংশ নেবে। এছাড়া ভারতীয় সেনাবাহিনীর দুটি (আর্মি রেড ও আর্মি গ্রিন), ভারতীয় নৌবাহিনী ও বিমানবাহিনী এবং আসাম রাইফেলস খেলবে এই টুর্নামেন্ট।
মোট তিনটি মাঠকে বেছে নেওয়া হয়েছে এ টুর্নামেন্টের জন্য। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গন, মোহনবাগান মাঠ এবং কল্যাণী পুরসভা স্টেডিয়ামে সমস্ত ম্যাচ খেলা হবে। আগামী ৩ অক্টোবর ডুরান্ড কাপের ফাইনাল আয়োজিত হবে সল্টলেক স্টেডিয়ামে।