ইউরোতে বড় ধাক্কা নেদারল্যান্ডসের, চোটে ছিটকে গেলেন তারকা মিডফিল্ডার ডনি ভ্যান ডে বিক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ফের চোটের শিকার আরও এক তারকা। এবার চোটে ছিটকে গেলেন তরুণ ডাচ মিডফিল্ডার ডনি ভ্যান ডে বিক। ২৪ বছর বয়সি এই ফুটবলার নেদারল্যান্ডের হয়ে সম্প্রতি প্রীতি ম্যাচগুলিতে সামনে আসেননি, এবার ইউরোতেও খেলতে পারবেন না।
ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন নিজেদের বিবৃতিতে এই চোটের খবর জানিয়েছে। এবং এও জানিয়েছে যে ভ্যান ডে বিকের চোট আগামী শুক্রবারের আগে সারবে না, যার জেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হচ্ছে তাকে। যদিও এই ডাচ মিডফিল্ডারের পরিবর্ত হিসেবে কোনও পরিবর্ত ডাকা হবে না।
কোচ ফ্র্যাঙ্ক ডি বোয়েরের ২৬ সদস্যের ডাচ দলে সুযোগ পেয়েছিলেন ভ্যান ডে বিক। কিন্তু কয়েক সপ্তাহ ধরেই চোটে ভুগছিলেন। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে শেষ লিগ ম্যাচে পুরো ৯০ মিনিট খেললেও ইউরোপা লিগ ফাইনালে বেঞ্চেই ছিলেন ভ্যান ডে বিক। এরপর স্কটল্যান্ডের বিরুদ্ধে বেঞ্চে থাকলেও গত রবিবার জর্জিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ছিলেন না ডনি।
আর এর জেরে এবারের মরশুমটি অত্যন্ত খারাপ গিয়েছে এই ডাচ ফুটবলারের জন্য। মরশুমের শুরুতে আয়াক্স থেকে ৩৫ মিলিয়ন ইউরোতে পাঁচ বছরের চুক্তিতে ম্যানচেস্টার ইউনাইটেডে এসেছিলেন ভ্যান ডে বিক। কিন্তু কেবল ৩৬টি ম্যাচই খেলার সুযোগ পান তিনি, যার মধ্যে ১৫টিতে তিনি শুরু থেকে খেলেছিলেন। এবং সব থেকে বড় বিষয়, প্রিমিয়ার লিগে কেবল চারটি ম্যাচ শুরু থেকে খেলতে পেরেছিলেন তিনি।