বিশ্বজয়ের পর দিয়েগো মারাদোনাকে স্মরণ করলেন লিওনেল মেসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের জন্য ফুটবল বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা। ১৯৮৬ সালে দিয়েগো মারাদোনার নেতৃত্বে যে কৃতিত্ব অর্জন করেছিল আর্জেন্টিনা, এবার ৩৬ বছর পর সেই একই কৃতিত্ব অর্জন করলেন লিওনেল মেসিরা।
এবং এই জয়ের পর ফুটবল বিশ্বের অনেকেই মনে করছেন, আজ দিয়েগো বেঁচে থাকলে এই উৎসবে তিনিও সামিল হতেন। ২০২০ সালের নভেম্বর মাসে প্রয়াত হন দিয়েগো মারাদোনা। এবার এই বিশ্বজয়ের পর দিয়েগোকে স্মরণ করলেন লিও।
নিজের ইনস্টাগ্রাম পোস্টে মেসি লিখেছেন, "গ্রান্দোলি থেকে কাতার বিশ্বকাপ অবধি লেগেছে প্রায় ৩০ বছর। প্রায় তিন দশকের কাছাকাছি এই বলটি আমায় অনেক আনন্দ দিয়েছে, দিয়েছে দুঃখও। আমার সর্বদাই স্বপ্ন ছিল বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার এবং আমি চেষ্টা ছাড়িনি, জানতাম আমি কখনও হাল ছাড়ব না।"
"এই কাপটি শুধু আমরা নয়, গত বিশ্বকাপগুলিতে যারা খেলেও পাননি, এটি তাদেরও। যেমন ২০১৪ ব্রাজিলেও ছিল, যেখানে তারা প্রত্যেকে যেভাবে লড়াই করেছে, পরিশ্রম করেছে এবং আমার মত পাওয়ার ইচ্ছা দেখিয়েছে, তারাও এটি পাওয়ার যোগ্য ছিলেন। এমন খারাপ নিয়তির পরেও আমরা এটির যোগ্য ছিলাম।"
"এটি দিয়েগোরও প্রাপ্য যিনি স্বর্গ থেকে আমাদের অনুপ্রাণিত করেছেন। এবং তাদেরও প্রাপ্য যারা জাতীয় দলে সব সময়ে বেঞ্চে বসে ছিলেন। প্রত্যেককে ধন্যবাদ জানাই, চলো আর্জেন্টিনা।"