ইউরো থেকে ছিটকে গিয়ে হতাশ ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁ, অজুহাত দিতে রাজি নন ফরাসি হেডস্যার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রোমানিয়ার বুখারেস্টে বড়সড় অঘটন! বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিরুদ্ধে অসাধারণ কামব্যাক করে পেনাল্টি শুটআউটে কোয়ার্টার ফাইনালে উঠে গেল সুইজারল্যান্ড। আর এর জেরে চুড়ান্ত হতাশ ফরাসি শিবির। এবারের ইউরোয় সব থেকে ফেভারিট হিসেবে এসেছিল এই ফ্রান্স শিবির। কিন্তু শেষ ষোলো থেকেই বিদায় নিল তারা।
আর এর জেরে চুড়ান্ত হতাশ ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, "আমি খেলোয়াড়দের সাথে কথা বলেছি, আমি জানি এই দলের ক্ষমতা, আমরা একসাথে অসাধারণ কিছু মুহুর্ত কাটিয়েছি। এটি সত্যিই যন্ত্রণার, প্রচুর হতাশা রয়েছে, কিন্তু এমন অনেক বিষয় ছিল যা এই ম্যাচে আমাদের পক্ষে যায়নি। কিন্তু সব কিছু তা হয়নি এবং এই নিয়ে আমরা যদি বেশি ভাবি, তাহলে তা খুব সাহায্য করবে না।"
এরপর দেশঁ বলেছেন , "এই ইউরো খুবই কঠিন ছিল, আর এটি অজুহাত নয়, আর এখন শেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ও শেষ বিশ্ব চ্যাম্পিয়নকে ঘরে ফিরে যেতে হছে। এটি যন্ত্রণার কিন্তু আমাদের এটি মেনে নিতে হবে।"
এদিকে কিলিয়ান এমবাপ্পের হতশ্রী পারফর্মেন্স এবং অন্তিম পেনাল্টি মিস নিয়ে ক্ষুব্ধ নয় ফ্রান্সের খেলোয়াড় ও ম্যানেজমেন্ট। এই নিয়ে দেশঁ বলেছেন, "পুরো দল ড্রেসিংরুমে ঐক্যবদ্ধ। কেউ কথা বলে না যে তুমি এই ভুল করেছ বা তুমি ঐ ভুল করেছ। কিলিয়ান নিজের দায়িত্ব জানে। অবশ্যই কিলিয়ান যদি গোল নাও করে থাকে, আমাদের অনেক গুরুত্বপূর্ণ মুহুর্তে বড় ভূমিকা ছিল ওর। আর তারপর ও দায়িত্ব নিয়েছিল পেনাল্টি নেওয়ার আর কেউ ওর প্রতি ক্ষুব্ধ নয়।"