"ফরাসিরাও চাইছেন আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক"- দিদিয়ের দেশঁ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ফ্রান্সকে পর পর দুটি ফুটবল বিশ্বকাপ ফাইনালে নিয়ে যাওয়া কোচ দিদিয়ের দেশঁ, ২০২২ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগে শেষ সংবাদ সম্মেলনে এসে নিজের দল এবং প্রতিপক্ষ দলের সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
গতকাল জানা যায় ফ্রান্স দলে র্যাবিওট, উপামেকানো এবং কোমানের পাশাপাশি এবার ক্যামেল ফ্লুতে আক্রান্ত হয়েছেন দলের দুই অভিজ্ঞ ডিফেন্ডার রাফায়েল ভারানে এবং কোনাতে। এই বিষয় দেশঁ বলেছেন, "আমি এই ভাইরাসের বিষয় বিস্তারিত আলোচনা করবোনা, আমাদের এর সাথেই বাঁচতে হবে এবং চিকিৎসক দলের সাথে পরিচালনা করতে হবে।" এর সাথে তিনি জানিয়েছেন যে খেলোয়াড়রা এখনও ঘুমাচ্ছেন তাই তিনি এই বিষয় এখনও কিছু বলতে পারছেন না।
ফ্রান্স দলের যে খেলোয়াড় সকলের নজড়ে থেকেও ভাইরাসের আড়ালে নিজেকে বাঁচিয়ে রেখেছেন তিনি কিলিয়ান এম্বাপ্পে! দেশঁ তাঁর প্রধান অস্ত্রের সম্পর্কে বলেছেন, "এম্বাপ্পেকে আরও ধৈর্য্য ধরতে হবে, সে তাঁর খেলায় মনোযোগ দিতে চান এবং আমি এই মুহূর্তে এই ধৈর্য্যশীলতার পরিবর্তন করতে চাইনা।"
বিশ্বকাপ ফাইনালের প্রতিপক্ষ আর্জেন্টিনার বিষয় দিদিয়ের বলেছেন, "গোটা আর্জেন্টিনা দেশ, এমনকি বেশ কিছু ফ্রেঞ্চ মানুষও চাইছেন আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক।"
বর্তমান ব্যালন ডি'ওর বিজয়ী করিম বেঞ্জিমার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্স দলে ফেরার জল্পনাতে জল ঢেলে দেশঁ বলেন, "করিম শুরু থেকেই আহত, আমি কোনো চোট প্রাপ্ত খেলোয়াড়ের দলে ফেরা কিংবা তাদের আমন্ত্রনের বিষয় কোনো প্রতিক্রিয়া দেব না।"
সবশেষে দেশঁ বলেন, "আগামিকাল দুটি দলের মধ্যে যেকোনো একটি দল তাদের জার্সিতে তৃতীয় তারা যোগ করবে। সকলকে শুভেচ্ছা।"