ম্যাচের আগে বিপক্ষের প্রস্তুতি জানতে ড্রোন এনেছিল ব্রাজিল? কি বলছেন সার্বিয়া কোচ?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার মধ্যরাতে ফিফা বিশ্বকাপের গ্রুপ ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে ২-০ ফলে জেতে ব্রাজিল। আর সেই ম্যাচে ব্রাজিলের বিরুদ্ধে দাঁড়াতেই পারেনি সার্বিয়া। কিন্তু একাধিক রিপোর্ট সামনে এসেছিল, যেখানে বলা হয়েছে যে ম্যাচের আগে বিপক্ষের স্ট্র্যাটেজি দেখতে ড্রোন ব্যবহার করেছিল ব্রাজিল।
কিন্তু আদৌ কি এটি সত্যি? এই নিয়ে যাবতীয় জল্পনা উড়িয়েছেন খোদ সার্বিয়া হেড কোচ স্টোয়কোভিচ পিকসিজ। ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্টোয়কোভিচ বলেছেন, "আমি বিশ্বাস করি না ওরা আমাদের দেখেছে, আমরা কে যে ওরা আমাদের দেখবে? ওরা ফুটবলের মহাশক্তিধর দল। আমার মনে হয় এটি ভুল তথ্য। আর যদি ড্রোন এসেও থাকে, আমি জানি না ওরা কি দেখবে, কিছুই বিশেষ ছিল না।"
এদিকে ব্রাজিলের বিরুদ্ধে পরাজয় নিয়ে সার্বিয়ান কোচ বলেছেন, "আমার মনে হয় দ্বিতীয়ার্ধে ওরা আমাদের মেরে ফেলেছে, আমরা খুব খারাপ খেলেছি। এটি আমার কাছে অবাক করার মত, ব্রাজিল নিঃসন্দেহে ভালো দল এবং ওরা সেটির সুযোগ নিয়েছে। যখন আমরা সব থেকে শক্তিশালী ছিলাম, আমরা ভালো খেলতে পারিনি। প্রথমার্ধ ঠিকঠাক ছিল, কিন্তু তারপর কিছু জিনিস ঘটল।"
এরপর স্টোয়কোভিচ বলেছেন, "আমার মনে হয় ব্রাজিল আর সার্বিয়া প্রথম ৪৫ মিনিট সমানে সমানে ছিল। আমি সেই সময়ে ব্রাজিলকে খুব বেশি দাপট দেখাতে দেখিনি। আমরা দ্বিতীয়ার্ধে হেরে যাই, যখন শারীরিকভাবে ভেঙে পড়ি, আর দল হিসেবে অংশ নিইনি। আর ব্রাজিল জানে এটির সুবিধা কিভাবে নিতে হয়। আমরা নিজেদের দলই বুঝতে পারিনি।"