ভবিষ্যতের মেসির খোঁজ পেয়ে গেল বার্সেলোনা? দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ফুটবল বিশ্বের বর্তমান মহাতারকারা এখনও অবসর নেননি। মেসি, রোনাল্ডো, নেইমাররা এখনও খেলা চালিয়ে যাচ্ছেন তবে এবার ভবিষ্যতের তারকা খুঁজতে শুরু করে দিল ইউরোপের দলগুলি।ল্যাটিন আমেরিকা থেকে নতুন যুবপ্রতিভাদের তুলে আনছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র ও রডড্রিগো রিয়েল মাদ্রিদের হয়ে ভালো খেলায় সুযোগ পেয়েছেন বিশ্বকাপে জাতীয় দলে। ১৬ বছর বয়সী এনরিকেও সই করিয়েছে রিয়েল মাদ্রিদ।
ইউরোপের অন্য দলগুলির সঙ্গে পাল্লা দিয়ে এবার নতুন যুব প্রতিভাদের তুলে আনার কাজ শুরু করেছে বার্সিলোনাও।বার্সিলোনার নজরে রয়েছে ব্রাজিলের তরুণ প্রতিভা ভিটর রোগ। এছাড়াও আর্জেন্টিনার দ্বিতীয় ডিভিশনের ক্লাবে খেলা লুকাস রোমানকে পছন্দ বার্সিলোনার কর্তৃপক্ষের।
১৮ বছরের এই তরুণ প্লেয়ারকে দলে নিতে মরিয়া বার্সা। ১২ লাখ ইউরোর বিনিময়ে তাকে চুক্তি বদ্ধ করতে বদ্ধপরিকর বার্সিলোনা। সেন্ট্রাল ফরওয়ার্ড বা রাইট উইঙ্গার দু'ভাবেই যুক্ত হতে পারে এই বাঁ পায়ের তরুণ খেলোয়াড়। ২০২২ সাল থেকে ওম্যানকে পর্যবেক্ষণ করছে বার্সিলোনা। তবে শেষ পর্যন্ত তাঁকে স্বাক্ষর করানোর আগে মূল্যায়ন করছে বার্সা। তবে মেসিদের রেকর্ড কি তিনি ভাঙতে পারবেন? উত্তর দেবে সময়।