কেরালার বিরুদ্ধে শুরু থেকে কি খেলবেন নন্ধকুমার ও হিজাজি?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ২০২৩-২৪ এর মহারণে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এফসি ও কেরালা ব্লাস্টার্স। টানা দুই ম্যাচ হারা ইস্টবেঙ্গল চাইবে দুরন্ত ফর্মে থাকা কেরালার বিরুদ্ধে জয়ের রাস্তায় ফিরতে।
আরও পড়ুন - বিশ্বকাপের মাঝেই বড় ধাক্কা! অবসর ঘোষণা করলেন এই ইংরেজ তারকা
কিন্তু প্রশ্ন হল, কেরালার বিরুদ্ধে কি শুরু থেকে খেলবেন উইঙ্গার নন্ধকুমার ও বিদেশি ডিফেন্ডার হিজাজি মাহের? সদ্য অনুশীলন ম্যাচে চোট পান নন্ধকুমার, এদিকে দুটি প্রস্তুতি ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছেন হিজাজি।
তবে যা খবর, শুরু থেকেই খেলবেন নন্ধকুমার। শুক্রবার সাংবাদিক বৈঠকে নন্ধকে নিয়ে ইতিবাচক বার্তাই দিয়েছেন ইস্টবেঙ্গল হেড কোচ কার্লেস কুয়াদ্রাত।
আরও পড়ুন - বিশ্বের সেরা বোলারের জায়গা দখল করলেন শাহিন শাহ আফ্রিদি
এদিকে হিজাজিকে শুরু থেকে খেলিয়ে ডিফেন্সকে শক্তিশালী করতে চাইবেন কুয়াদ্রাত। সেক্ষেত্রে আন্তোনিও পার্দোকে ডিফেন্সিভ মিডফিল্ডারে খেলাতে পারেন তিনি।
বাকি দলে পরিবর্তন আসার সম্ভাবনা কম। গোলে প্রভসুখন গিল শুরু করবেন। হিজাজির সাথে সেন্ট্রাল ডিফেন্সে লালচুংনুংগা শুরু করতে পারেন। এদিকে দুই সাইড ব্যাকে মন্দার রাও দেশাই ও মহম্মদ রাকিপ শুরু করতে পারেন।
আরও পড়ুন - AIFF-CAFA মৌ চুক্তি! ভারত এবার ফুটবল খেলবে মধ্য এশিয়াতেও
মাঝমাঠে পার্দোর সাথে হারমানজ্যোত সিং খাবরা শুরু করবেন। এদিকে দুই উইংয়ে নাওরেম মহেশ সিং ও নন্ধকুমার খেলবেন। আক্রমণে কিছুটা নীচে ক্লেইটন সিলভা খেলবেন আর আপফ্রন্টে খেলবেন জাভিয়ের সিবেরিও।
প্রভসুখন গিল (গোলকিপার), মহম্মদ রাকিপ, লালচুংনুংগা, হিজাজি মাহের, মন্দার রাও দেশাই, নন্ধকুমার, নাওরেম মহেশ সিং, আন্তোনিও পার্দো, হারমানজ্যোত সিং খাবরা, ক্লেইটন সিলভা (অধিনায়ক), জাভিয়ের সিবেরিও।