ভবিষ্যতের ফুটবলারদের উন্নতির লক্ষ্যে ৪০ জন বিখ্যাত ফুটবলারদের নিয়ে তৈরি হল 'প্লেয়ার্স ফর হিউম্যানিটি'

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ভারত তথা বাংলার ভবিষ্যত প্রজন্মের ফুটবলারদের উন্নতি সাধনে এগিয়ে এলেন প্রাক্তন ফুটবলাররা। ভারতবর্ষের ৪০ জন বিখ্যাত ফুটবলারদের নিয়ে তৈরি হয়েছে "প্লেয়ার্স ফর হিউম্যানিটি" অর্থাৎ (মানবতার জন্য খেলোয়াড়) বলে একটি সংস্থার। যারা সমাজের অসহায় মানুষদের সমর্থনে কাজ করবে ও আগামী দিনে ভারতবর্ষের পাশাপাশি পশ্চিমবঙ্গের তরুণ ও উদীয়মান ফুটবলারদের খুঁজে বার করবে ও তাদের উন্নতির জন্য কাজ করবে।
আরও পড়ুন: সুনীল ম্যাজিকে পাকিস্তানের বিরুদ্ধে বড় জয় ভারতীয় ফুটবল দলের
আসন্ন কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগে বাংলার ফুটবলের সমর্থন ও উন্নয়নের জন্য এই সংগঠন "প্লেয়ার্স ফর হিউম্যানিটি" কাজ করবে।
এই সংগঠনের সদস্যরা হলেন মেহতাব হোসেন, রহিম নবী, সন্দীপ নন্দী,অভিজিৎ মন্ডল, অর্ণব মন্ডল, দীপক মন্ডল, শুভ্র পাল, সুব্রত পাল, প্রীতম কোটাল, দেবজিৎ মজুমদার, শিল্টন পল, দীপঙ্কর রায়, মহম্মদ রফিক, নারায়ণ দাস, হীরা মন্ডল, অসীম বিশ্বাস, শুভাশিস রায় চৌধুরী, অঙ্কিত মুখার্জী, সুভাষ চক্রবর্তী, প্রভাত লাকড়া, লালকমল ভৌমিক, এলএ প্রসাদ, অরিন্দম ভট্টাচার্য, অভিষেক দাস, অভিলাষ পাল ,সৌভিক ঘোষ, কিয়ান নার্জারি, গৌতম দেবনাথ, কিংশুক দেবনাথ, গুরজিন্দর, সানিবান ঘোষ, রানা ঘরামী, সফর সরদার, সুভা কুমার, স্নেহাংশু দাস।