IFA কলকাতা লিগের ট্রফি তুলে দিতে চাইলেও মহামেডানের আসা নিয়ে সংশয়! বিস্তারিত জানুন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: অক্টোবর মাসে কলকাতা লিগ জয়ের খেতাব জিতেছিল মহামেডান স্পোর্টিং। এরপর কেটে গিয়েছে চার মাস। ট্রফি পায়নি মহামেডান। ক্লাব কর্তা ও সমর্থকদের থেকেও বারবার দাবি করা হলেও ট্রফি মহামেডানকে দিয়ে উঠতে পারেনি আইএফএ। এবার সেই ট্রফি মহামেডানকে তুলে দেওয়ার ঘোষণা করল আইএফএ। এছাড়াও কন্যাশ্রী কাপ জয়ী শ্রীভূমি স্পোটিং ক্লাবকেও ট্রফি তুলে দেওয়া হবে ওই দিনেই। এছাড়াও প্রতিটি ডিভিশনের জয়ী ক্লাবগুলিকে ট্রফি দেওয়া হবে জমজমাট অনুষ্ঠান আয়োজন করে।
কলকাতার টাউন হলে এই অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে আইএফএ। উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এমনটাই জানা গিয়েছে আইএফএ সূত্রে। ১২ মার্চ দুপুর ৩ টের সময় শুরু হবে অনুষ্ঠান। এতদিন সমর্থক ও কর্তাদের অপেক্ষা ছিল তাদের কবে ট্রফি তুলে দেওয়া হবে? এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে।
আরও পড়ুন: সত্যিই কি চিড় রয়েছে এআইএফএফ সভাপতি এবং কোচের মধ্যে? নিজেদের লক্ষ্য নিয়ে কি বললেন তারা?
কিন্তু প্রশ্ন উঠছে যেদিন ট্রফি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে (১২ মার্চ) সেদিন আদেও কি মহামেডান ট্রফি গ্রহণ করতে যেতে পারবে? কারণ ১২ মার্চ রয়েছে মহামেডানের আরএফডিএলের ম্যাচ, এছাড়াও আইলিগের ম্যাচে নৈহাটিতে চার্চিলের মুখোমুখি হবে মহামেডান ওইদিনেই। ফলে খেলোয়াড়রা যেতে পারবেন না ট্রফি জয়ের সেলিব্রেশনে। আবার ওইদিন থেকেই শুরু হচ্ছে রমজান মাস। রোজা রাখার প্রথম দিন। ফলে কর্মকর্তাদেরও যাওয়া নিয়ে সংশয় দেখা দিচ্ছে। এই নিয়ে মহামেডান কর্তারা নিজেদের মধ্যে একটি বৈঠক করবেন। সেই বৈঠকের পরই সিদ্ধান্ত নেওয়া হবে আদেও কি মহামেডানের পক্ষে ওইদিন ট্রফি গ্রহণ করতে যাওয়া সম্ভব? সব মিলিয়ে ট্রফি নিয়ে এখনও জল্পনা রয়েই যাচ্ছে।