ভিনিসিয়াসের পাশে দাঁড়ালেন ফিফা সভাপতি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ রবিবার রিয়াল মাদ্রিদ বনাম ভ্যালেন্সিয়া লা লিগার ম্যাচ কালিমালিপ্ত করে ফুটবল জগৎকে। বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার ভিনিসিয়াস জুনিয়রকে ভ্যালেন্সিয়ার সমর্থকেরা বর্ণবিদ্বেষী মন্তব্যে জর্জরিত করে। যার বিরুদ্ধে ভিনিসিয়াসের পাশে দাঁড়িয়েছেন করিম বেঞ্জিমা, কিলিয়ান এমবাপ্পে, রিও ফার্দিনান্দ সহ একাধিক প্রাক্তন ও বর্তমান ফুটবল তারকারা। ভিনিসিয়াসের পাশে দাড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল ফেডারেশনও। এবার ভিনিসিয়াস জুনিয়র পাশে পেলেন ফিফা সভাপতি ইনফান্টিনোকে।
ইনস্টাগ্রাম স্টোরিতে গিয়ানি ইনফান্টিনো লিখেছেন, "ফুটবল কিংবা সমাজে বর্ণবিদ্বেষের কোনো স্থান নেই এবং যে সমস্ত ফুটবলার বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন ফিফা তাদের পাশে থাকবে। ভ্যালেন্সিয়া এবং রিয়াল মাদ্রিদ ম্যাচের ঘটনা দেখিয়ে দেয় যে এই বিষয়টি কতোটা গুরুত্বপূর্ণ।"
এর পাশাপাশি ফিফা সভাপতি ফুটবল বিশ্বকে বর্ণবৈষম্যের বিরুদ্ধে কী করণীয় তা বুঝিয়েছেন। ইনফানটিনো বলেছেন, "এই কারণেই ফিফা আয়োজিত সমস্ত টুর্নামেন্টে তিন ধাপের প্রক্রিয়া রয়েছে এবং এই প্রক্রিয়া সমস্ত স্তরের ফুটবলে প্রযোজ্য করা প্রয়োজন। প্রথমত, ম্যাচটি বন্ধ করে ঘোষণা করা উচিত। দ্বিতীয়ত, ফুটবলারদের মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়া উচিত এবং ঘোষণা করা উচিত যে এই বর্ণবিদ্বেষ বন্ধ না হলে ম্যাচটি সাসপেন্ড করা হবে। বর্ণবিদ্বেষ বন্ধ হলে তবেই ম্যাচ শুরু হবে। এবং তৃতীয়ত, যদি আক্রমণ বন্ধ না হয় তাহলে প্রতিপক্ষকে ৩ পয়েন্ট দেওয়া হবে। এই তিনটি নিয়ম প্রতিটি দেশের প্রতিটি ফুটবল লিগে চালু হওয়া উচিত।"
সবশেষে ইনফানটিনো বলেছেন, "বিষয়টি বলা সহজ হলেও করা কঠিন, কিন্তু আমাদের এটি করতেই হবে এবং শিক্ষার মাধ্যমে আমাদের এই বিষয়টিকে সাহায্য করতে হবে।"
ফিফা সভাপতি হোক বা তারকা ফুটবলার সকলেই ভিনিসিয়াসের পাশে দাঁড়িয়েছেন। তবে লা লিগা সভাপতি এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নিয়ে উঠতে সক্ষম হন নি। বরং সোশ্যাল মিডিয়ায় জেভিয়ার তেবাস ভিনিসিয়াসের সমালোচনা করেছেন।