ইস্টবেঙ্গল: ডার্বির পরেও জয়ের ধারা কলকাতা লিগেও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ এবারের কলকাতা লিগে প্রশান্ত চক্রবর্তী এমন একজন কোচ যিনি এক লিগে দুবার ইস্টবেঙ্গলের মুখোমুখি। প্রথমটায় ইস্টার্ন রেলের হয়ে ৫-০ গোলে হেরেছিলেন, দ্বিতীয়টিতে হার তবে ব্যবধান ২-১
প্রথমার্ধটা ইস্টবেঙ্গলের। বিরতির আগে কয়েকটি গোলে এগিয়ে যেতে পারত ইস্টবেঙ্গল। কিন্তু পুলিশ এসির বিরুদ্ধে গোল আসে একটিই।
আরও পড়ুন- ডার্বির হতাশা ভুলিয়ে এএফসি কাপে সমর্থকদের মুখে হাসি ফোটাতে বদ্ধপরিকর আনোয়ার আলি
ম্যাচের বয়স তখন ১৮ মিনিট জেসিন টিকেট পাস ধরে গোল অভিষেক কুঞ্জমের। ম্যাচের ৩২ মিনিটে সহজ সুযোগ নষ্ট তন্ময় দাস আর কুঞ্জম যুগলবন্দীর।
দ্বিতীয়ার্ধে অনেক আঁটোসাঁটো পুলিশ এসির ডিফেন্স। ৪৭ মিনিটে আশিক খানের ক্রস ধরে গোল জগমিত সিংয়ের।
দ্বিতীয়ার্ধে মহিতোষ রায়, বিষ্ণুরা নামলেন কিন্তু সুযোগ আসছিলনা।
বড় ম্যাচ জেতার পরদিন বড় দলের ভাল যায়না, পুরোনো ময়দানি প্রবাদ যখন সত্যি মনে হচ্ছিল তখন পরিবর্তে নামা পি ভি বিষ্ণু জয়ের গোল করলেন ইস্টবেঙ্গলের পক্ষে। ম্যাচের বয়স তখন ৮৮ মিনিট কুঞ্জমের পরিবর্ত হিসেবে নামা বিষ্ণুর ছোঁয়ায় এল জয়ের গোল।