বিদেশে খেলা ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে বিশেষ পরিকল্পনা AIFF-এর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বর্তমানে ভারতীয় ফুটবল উত্তরণের পথে হাটছে। আর এই পরিস্থিতিতে বিদেশের মাটিতে খেলা ভারতীয় বংশোদ্ভূত একাধিক ফুটবলার আগ্রহ প্রকাশ করেছে জাতীয় দলের হয়ে খেলার জন্য। কিন্তু ভারতের সংবিধানের কারণে সেটি সম্ভব নয়। তবে এই ফুটবলারদের নিয়ে বিশেষ পরিকল্পনা সামনে আনল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।
আরও পড়ুন - ৪৮ কি.মি. দৌড়ে ডুরান্ড কাপের ম্যাচ দেখলেন এই ফুটবল ভক্ত
সোমবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে একটি টাস্ক ফোর্স তৈরি করেছেন। এই টাস্ক ফোর্সের কাজ হবে বিদেশে খেলা ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার এবং ভারতের বিদেশি নাগরিকপ্রাপ্ত ফুটবলারদের নিয়ে গবেষণা ও পর্যালোচনা করা।
এই টাস্ক ফোর্সের নেতৃত্ব দেবেন পাঞ্জাব ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সমীর থাপার। আগামী ২০২৪ সালের ৩১ জানুয়ারির মধ্যে রিপোর্ট পেশ করবে এই টাস্ক ফোর্স।
আরও পড়ুন - ১৬৫৭ দিনের শাপমুক্তি ঘটল ইস্টবেঙ্গলের, ধরে রাখল নিজেদের ঐতিহ্যশালী রেকর্ড
তবে এই টাস্ক ফোর্স গঠনের ফলে কি এই ফুটবলারদের জাতীয় দলে খেলার সুযোগ মিলবে? এই নিয়ে কল্যাণ চৌবে বলেছেন, "আমাদের দেশের আইন অনুযায়ী, ভারতীয় নাগরিকত্ব না নিলে বিদেশে থাকা ভারতীয় বংশোদ্ভূত কিংবা ভারতে থাকা বিদেশি ফুটবলাররা আন্তর্জাতিক স্তরে ভারতের জাতীয় দলের হয়ে খেলতে পারবেন না।"
আরও পড়ুন - আমার আয়ের তথ্য সত্য নয়! বড় মন্তব্য করলেন বিরাট কোহলি
"তবে আমরা যদি আলোচনা শুরু করি যে কোন উপায়ে এই খেলোয়াড়দের জাতীয় দলে আনা যায়, তার জন্য আমাদের বিস্তারিত তথ্য লাগবে। সেই কারণে আমরা এই টাস্ক ফোর্স তৈরি করেছি। আমরা প্রথমে বিশ্বজুড়ে এই ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে যাবতীয় তথ্যাদি যোগাড় করব, আর তারপর দেখব যে এই খেলোয়াড়দের নিয়ে কিভাবে ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া যায়।"