স্বপ্নের দৌড় অব্যাহত ডেনমার্কের, অসহায়ের মত হার মানল চেকরা

চেক প্রজাতন্ত্র - ১ (প্যাট্রিক শিক)
ডেনমার্ক - ২ (টমাস ডিলেনি, ক্যাসপার ডোলবার্গ)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : স্বপ্নের দৌড় অব্যাহত রাখল ডেনমার্ক। দুর্দান্ত খেলা ও ডিফেন্ডিংয়ে চেক প্রজাতন্ত্রকে বেশিরভাগ সময়েই বোতলবন্দী করে রাখল ড্যানিশরা।
শুরু থেকেই বেশ জমজমাট খেলা চলছিল দুই পক্ষের মধ্যে। ৫ মিনিটে লারসেনের কর্নারে হেড মেরে ডেনমার্ককে এগিয়ে দেন টমাস ডিলেনি। এরপর ডেনমার্কের দাপট অব্যাহত থাকে। ৪২ মিনিটে মাহেলের ক্রস রিসিভ করে দুরন্ত শটে গোল করেন ক্যাসপার ডোলবার্গ।
যদিও দ্বিতীয়ার্ধের শুরুতে গোল তুলে নেয় চেক প্রজাতন্ত্র। কৌফালের ক্রসে দুরন্ত ভলিতে গোল করেন প্যাট্রিক শিক। কিন্তু এরপরেও ডেনমার্কের দাপট অব্যাহত থেকে যায়। তৃতীয় গোল পেতে পারত ড্যানিশরা, কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি ব্র্যাথওয়েট-পৌলসেনরা। এদিকে চেকরা আক্রমণ করলেও কোনও লাভ কিছুই হচ্ছিল না।
গোটা ইউরোয় দুর্দান্ত ফুটবল খেলা চেক প্রজাতন্ত্র কেমন যেন দমে গেল, আর এর বড় কৃতিত্ব যায় ডেনমার্কের বুদ্ধিদীপ্ত ফুটবলে। আর এর জেরে সেমিফাইনালের টিকিট তুলে নিল ডেনমার্ক। নিজের বাড়িতে বসে হয়ত দারুণ উপভোগ করছেন ক্রিশ্চিয়ান এরিকসন, আসলে ডেনমার্কের এই লড়াই তো তারই জন্য।