ছন্দময় ফুটবল খেলে কোয়ার্টারে উঠল ডেনমার্ক, প্রত্যয়ই দেখাতে পারল না ওয়েলস

ওয়েলস - ০
ডেনমার্ক - ৪ (ক্যাসপার ডোলবার্গ - ২, জোয়াকিম মাহেলে, মার্টিন ব্র্যাথওয়েট)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দারুণ জয় পেল ডেনমার্ক। শেষ ষোলোয় ওয়েলসকে কার্যত দাপটের সাথে জয়ের দ্বারা বুঝিয়ে দিল, গ্রুপ পর্বে শেষ মুহুর্তের কামব্যাক কোনও অঘটন ছিল না। বরং বেশ স্বচ্ছন্দ ও আক্রমণাত্মক ফুটবল খেলেছে ড্যানিশরা, বরং কোনওরকম লড়াই দেখাতে পারল না ওয়েলস।
শুরু থেকে মেজাজে খেলছিল ডেনমার্ক। ওয়েলসকে একেবারে ব্যাকফুটে রেখে দিয়েছিল ক্যাসপার জুলমান্ডের ছেলেরা। ২৭ মিনিটে ক্যাসপার ডোলবার্গ দুর্দান্ত বাঁক খাওয়ানো শটে পরাস্ত করেন ওয়েলস গোলকিপার ড্যানি ওয়ার্ডকে। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও গোল করেন ডোলবার্গ। দুই গোল খাওয়ার পরে ওয়েলস চেষ্টা চালালেও কোনও কাজে আসেনি। বরং কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে চলে যায় ডেনমার্ক।
কিন্তু আরও দুটি গোল ওয়েলসকে দেয় ডেনমার্ক। ৮৮ মিনিটে দুর্দান্ত ফিনিশে গোল করেন ডিফেন্ডার জোয়াকিম মাহেলে। আর অতিরিক্ত সময়ে গোল করেন মার্টিন ব্র্যাথওয়েট, তবে প্রাথমিকভাবে অফসাইডের জন্য বাতিল হলেও ভিএআরে তা গোল দেওয়া হয়।
কোনওরকম লড়াই দেখাতে পারেনি ওয়েলস, ডেনমার্কের দুর্দান্ত আক্রমণে স্তব্ধ হয়ে গিয়েছিল বেল-র্যামসেরা। আর পরপর দুই ম্যাচে চার গোল মেরে আত্মবিশ্বাসী ডেনমার্ক। এবার কোয়ার্টার ফাইনালে তারা খেলবে ইতালি বনাম অস্ট্রিয়া ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে।