মোহনবাগান মডেলে চুক্তি হলে আমরা সই করতে রাজি! আশ্বাস বার্তা দেবব্রত সরকারের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কয়েক দিন আগে আমরা, অর্থাৎ এক্সট্রা টাইম বাংলা প্রশ্ন তুলেছিলাম, যদি মোহনবাগান ও এটিকে চুক্তি করে দুর্দান্ত দল তৈরি করে সাফল্যের রাস্তায় আসতে পারে, তাহলে সেই পথ কেন অবলম্বন করছে না ইস্টবেঙ্গল ক্লাব ও শ্রী সিমেন্ট। এই নিয়ে স্বয়ং হরি মোহন বাঙুরও মোহনবাগান মডেলের স্বপক্ষে যুক্তি দেখিয়েছেন।
ফলে প্রশ্নটি তৈরি হয়েছিল, তবে কি লাল-হলুদ কর্মকর্তারা এই বিষয়ে নতুন কোনও অভিসন্ধি বাঁধছেন। সভ্য-সমর্থকদের বার্তা এখন একটাই, যেন তেন প্রকারেণ ইস্টবেঙ্গল ক্লাব দেশের সর্বোচ্চ লিগ খেলুক। আর সেই কারণে এক সময় প্রচন্ডভাবে মজা ওড়ানো মোহনবাগান-এটিকের সংযুক্তিকরণকেই তারা আজ উদাহরণ হিসেবে তুলে ধরছে।
এই একই কথা গতকাল নিজের ফেসবুকে তুলেছিলেন ইস্টবেঙ্গল কর্মসমিতির এক কর্তা। প্রাক্তন ফুটবলাররাও এই বিষয়ে সমর্থন করেছেন। মোহনবাগান ও এটিকের কর্তারা কোনওরকম বিবাদ ছাড়াই এটিকে-মোহনবাগানের দলগঠন করছে, তাহলে শ্রী সিমেন্ট আর ইস্টবেঙ্গল ক্লাবেরও কি একই ভূমিকা নেওয়া উচিত?
এই নিয়ে এবার সরাসরি নিজের বার্তা তুলে ধরলেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। তিনি সরাসরি জানিয়ে দিলেন, যদি সভ্য-সমর্থকরা মোহনবাগান মডেলে চুক্তি চান, তাহলে শ্রী সিমেন্ট সেই অবিকল চুক্তিপত্র পাঠালে সই করবে ইস্টবেঙ্গল ক্লাব। এক্সট্রা টাইম বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এই বার্তাই দিলেন দেবব্রত সরকার।
এর আগে বাঙুর সাহেব বলেছিলেন, মোহনবাগান মডেলে চুক্তি হলে কোনও সমস্যা হবে না। এই নিয়ে দেবব্রত সরকার বলেছেন, "এই বক্তব্য সংবাদমাধ্যমে বেরোনোর পর সভ্য-সমর্থকরা আমাদের বলেছেন, বাঙুর সাহেব ঠিকই বলেছেন। মোহনবাগানের অসুবিধা না হলে আমাদের অসুবিধা হবে কেন। এবং সেই কারণে, সভ্য সমর্থকদের কথা ভেবে, মোহনবাগানের চুক্তিপত্রের হুবহু চুক্তিপত্র আমাদের পাঠালে আমরা সই করে দেব। কর্মসমিতি এতে মান্যতা দেবে বলে আমার ধারণা।"
ফলে কার্যত পরিষ্কার, মোহনবাগান মডেলকে আদর্শ হিসেবে ধরেই এবার ইস্টবেঙ্গল ও শ্রী সিমেন্ট নিজেদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায়। এটিকে-মোহনবাগানের ক্ষেত্রে গোয়েঙ্কার সাথে সৃঞ্জয়-দেবাশিসরা কাজ করেছেন, এখানেও কিন্তু বাঙুর সাহেবদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে নীতু সরকার-কল্যাণ মজুমদারদের। তবেই আর নবম স্থানে শেষ করতে হবে না ভারতবর্ষের অন্যতম সফল ক্লাব ইস্টবেঙ্গলকে।