চিঠিতে অসন্তুষ্ট হলে আলোচনার টেবিলে বসুন, শ্রী সিমেন্টের চিঠির উত্তরে বার্তা দেবব্রত সরকারের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার ইস্টবেঙ্গল ক্লাবের চিঠির পাল্টা জবাব দিয়েছে শ্রী সিমেন্ট। আর হরি মোহন বাঙুর এক্সট্রা টাইম বাংলাকে যেভাবে বলেছিলেন, ক্লাবকর্তাদের চিঠিতে বার্তা অস্পষ্ট, সেই একই বার্তা চিঠিতে লিখেছে শ্রী সিমেন্ট।
আর এই নিয়ে বিরক্ত লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার। এক্সট্রা টাইম বাংলাকে সরাসরি তিনি জানিয়ে দিয়েছেন, এর থেকে বেশি উদ্যোগ আর কত নেবেন তারা। ইনভেস্টরের এই হুজুগে আবদারের সাথে লড়তে আলোচনার রাস্তাও খুলে দিয়েছেন ক্লাব কর্তারা।
শ্রী সিমেন্টের চিঠি নিয়ে দেবব্রত সরকার বলেছেন, "একটা জিনিস আমার কাছে স্পষ্ট হচ্ছে না, আমরা চিঠি পাঠাচ্ছি, আমাদের আইনজীবীরা চিঠি পাঠাচ্ছে, ওরা বলছে স্পষ্ট নয়, তাহলে বসে তো সমাধান করতে হবে। টেবিলে বসে তো সমাধান করতে হবে। সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে এত চিঠি গিয়েছে, সেগুলি নিয়ে আলোচনা করলেই তো হয়।"
এরপর দেবব্রত সরকার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, চুক্তিতে সই করতে তারা আগ্রহী। এই নিয়ে বাঙুর সাহেবের উদ্দেশ্যে দেবব্রত সরকার বলেছেন, "আমরা তো বলেছি আমরা চাইছি সই করতে। আমরা চিঠি দিচ্ছি, আমরা আলোচনায় বসতে চাইছি, আপনারা যা বুঝতে পারছেন না আমরা সেটি বুঝিয়ে দিচ্ছি। এর থেকে বেশি আমরা কিভাবে বোঝাব। ওরা খালি অজুহাত দিয়েই যাচ্ছে।"
সব মিলিয়ে, এটুকু স্পষ্ট, একটি আলোচনার মাধ্যমে যাবতীয় সমস্যা মিটে যাবে। আর সেই একই পথকে খুলে রাখছেন নীতু সরকাররাও। তবে ইনভেস্টর শ্রী সিমেন্টের তরফ থেকে কি আসবে এই একই বার্তা। এদিকে সময় ক্রমশ কমে আসছে? হবে কি শেষ মুহুর্তে মিলন?