এগ্রিমেন্ট সই করলেই হয়ে যাবে ক্লাব বিক্রি! এক্সক্লুসিভ বার্তা দেবব্রত সরকারের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : যা সম্ভাবনা, তাতে অতি শীঘ্রই হয় এসপার, না হলে ওসপার হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। ইস্টবেঙ্গল ক্লাব বনাম ইনভেস্টর শ্রী সিমেন্টের মধ্যেকার এই কাজিয়ায় দুই পক্ষই আলোচনায় বসতে প্রস্তুত।
সোমবার রাতে শ্রী সিমেন্টের চিঠির পাল্টা জবাব দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা। এবার সেই চিঠি নিয়ে এবং শ্রী সিমেন্টের হরি মোহন বাঙুরকে উদ্দেশ্য করে এক্সট্রা টাইম বাংলাকে এক্সক্লুসিভ বার্তা দিলেন শীর্ষকর্তা দেবব্রত সরকার।
কয়েক দিন আগে এক্সট্রা টাইম বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে হরি মোহন বাঙুর বলেছিলেন যে তারা কর্তাদের বার্তা শুনতে রাজি। সেই নিয়ে দেবব্রত সরকার বলেছেন, "আমরা গত বছরের ১৭ অক্টোবর নিজেদের বক্তব্য জানিয়ে দিয়েছিলাম। জানি না উনি (হরি বাঙুর) কেন এটি জানেন না, এটি ওনার দুর্ভাগ্য। ওনার অফিসে আমরা আমাদের বক্তব্য ১৭ অক্টোবর ২০২০ সালে পাঠিয়ে দিয়েছিলাম। অতএব সেটিকে মেনে আমরা কাজ করতে পারি তাহলে ভালো হয়।"
এদিকে হরি মোহন বাঙুর বলেছিলেন যে তারা কেবল ফুটবল বিভাগ নিয়েই কাজ করতে চান। সেই নিয়ে দেবব্রত সরকার বলেছেন, "মানুষ দেখেছে যে আমরা কোনওভাবে ওনাদের কাজে কোনওরকম বাধা দিয়েছি কিনা। এটি সকলেই জানে।"
এরপর দেবব্রত সরকার জানিয়েছেন যে এই এগ্রিমেন্টে সই করলে আদতে ক্লাব বিক্রির সম্ভাবনা রয়েছে, আর সেক্ষেত্রে ক্লাব বিক্রির পক্ষে শেষ কথা সদস্যরাই। সুতরাং তাদের কথার উপরেই নির্ভর করবে এগ্রিমেন্ট সই। এই নিয়ে তিনি বলেছেন, "এই ক্লাবটি আমাদের নয়, আমরা সই করতে পারি না। এটি বিক্রি করার ক্ষমতা একমাত্র সদস্যদের রয়েছে, ওনারা চাইলে বিক্রি করতেই পারেন।"
যদিও দেবব্রত সরকার আশ্বাস দিয়েছেন যে তাদের দেওয়া চিঠি পেলে অবশ্যই আলোচনায় বসতে চাইবে শ্রী সিমেন্ট। এই নিয়ে দেবব্রত সরকার বলেছেন, "আমি ওনাকে এখনও অবধি এটুকুই বলব, আমাদের তরফ থেকে কোনও অসুবিধা নেই। আপনি যে কোনও সময় আমাদের ডেকে পাঠালে আমরা আলোচনা করব। আমি আশা করছি আমাদের চিঠি দেখে ওনারা আলোচনার জন্য বসবেন।"