শ্রী সিমেন্টকে দেওয়া চিঠির সারমর্ম দিলেন দেবব্রত সরকার, একতফা এগ্রিমেন্ট নিয়ে দাগলেন তোপ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ফাইনাল এগ্রিমেন্ট নিয়ে আলোচনার বিষয়ে বেশ কয়েক দিন আগে ইস্টবেঙ্গল ক্লাবকে চিঠি দিয়েছিল ইনভেস্টর শ্রী সিমেন্ট। আর এতদিন পর সোমবার রাতে সেই চিঠির জবাব দিল ইস্টবেঙ্গল ক্লাব।
কি ছিল সেই চিঠিতে? সেই নিয়ে এবার এক্সট্রা টাইম বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার।
চিঠির বক্তব্য নিয়ে তিনি বলেছেন, "বক্তব্য পরিষ্কার, গত বছরের ১৭ অক্টোবর আমাদের তরফ থেকে পাঠানো চিঠিতে পরিষ্কার ভাবে আমরা বলেছি কোন কোন জিনিসগুলি টার্মশিট থেকে আলাদা।"
যদিও শ্রী সিমেন্ট যেভাবে বিচ্ছেদের বিষয়ে কথা বলছে, সেটিকে যথেষ্ট একপাক্ষিক বলে মনে করছেন দেবব্রত সরকার। এবং সে নিয়ে প্রাক্তন খেলোয়াড় থেকে শুরু করে ফেডারেশনের কর্মকর্তারা সকলেই রুষ্ট, তা নিয়েও বক্তব্য রেখেছে দেবব্রত সরকার।
এই নিয়ে লাল-হলুদের ক্যাপ্টেন বলেছেন, "একটি জিনিস আমার কাছে বিষ্ময়কর! তা হল, ওনারা একতরফা বিচ্ছেদ চাইছেন, যা পৃথিবীতে কোথাও হয় না। সদ্য আমরা ফিফা ও ফেডারেশন থেকে যে উপদেশগুলি এসেছে, তাতে এরকম একতরফা এগ্রিমেন্ট করা আইনত অপরাধ। যত প্রাক্তন খেলোয়াড় রয়েছে, যত প্রাক্তন কর্মকর্তা, সদস্য, তাদের সকলের একটি বক্তব্য, একতরফা বিচ্ছেদ কখনই সম্ভব না। তাহলে কি আমাদের দূর্বলতার সুযোগ নিচ্ছে শ্রী সিমেন্ট? আমি আস্থা রাখছি হরি মোহন বাঙুরের উপর, আশা করছি তিনি আমাদের এই বক্তব্যকে প্রাধান্য দেবেন।"
এদিকে দেবব্রত সরকার দাবি করেছেন, তারা যেটি করছে সেটি ক্লাবের স্বার্থকে প্রাধান্য রেখেই করছেন। ক্লাবের ভবিষ্যৎ প্রজন্ম ও ঐতিহ্যকে বজায় রেখেই এই লড়াই চালিয়ে যাচ্ছেন বলে দাবি লাল-হলুদ শীর্ষকর্তার। যদিও তিনি জানিয়ে দিয়েছেন, চুক্তি সইয়ের ক্ষেত্রে শেষ কথা সদস্যরা।
শেষে এই নিয়ে দেবব্রত সরকার বলেছেন, "আমরা যা করছি ক্লাবের স্বার্থকে বজায় রেখেই করছি। ক্লাবকে সুসংগঠিত রেখে, ক্লাবের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আমরা এই কাজ করছি। তবে এই বিষয়ে কেবল আমাদের তিনজনের কোনও এক্তিয়ার নেই। সই করতে গেলে ক্লাবের মান্যতা নিয়েই সই করতে হবে"