হাল ছেড়ো না! শ্রী সিমেন্টের পদক্ষেপে সমর্থকদের আশ্বস্ত থাকার বার্তা দেবব্রত সরকারের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শ্রী সিমেন্ট কার্যত ইস্টবেঙ্গলের সাথে বিচ্ছেদের চুড়ান্ত সিদ্ধান্ত নিয়েই নিয়েছে, তা বলাই যায়। এই নিয়ে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শ্রী সিমেন্টের আচরণে ক্ষোভপ্রকাশ করলেও ইস্টবেঙ্গল কর্তারা এখনও আশাবাদী, সব ঠিক হয়ে যাবে।
এখনও অবধি লগ্নিকারী সংস্থার থেকে স্পোর্টিং রাইটস কিংবা বিচ্ছেদের চিঠি পায়নি ইস্টবেঙ্গল ক্লাব। আর এই কারণে কিছুটা আশাবাদী কর্তারা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেছেন, "আমার কাছে এখনও চিঠি আসেনি, বিকল্পের কথা কেন ভাবব! ওদের কাছে রাইটস আছে। যদি ওরা হাত তুলে দেয়, তখন আমরা বিকল্প নিয়ে ভাবব। যতক্ষণ না চিঠি আসছে, ততক্ষণ অবধি আমরা কিছু ভাবছি না।"
এদিকে নবান্ন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শ্রী সিমেন্টের প্রতি কড়া বার্তা দিলেও এখনও অবধি এই বিষয়ে কর্তাদের সাথে যোগাযোগ করেননি। যদিও দেবব্রত সরকার জানিয়েছেন, তারা মুখ্যমন্ত্রীর বার্তা শুনেছেন। ইস্টবেঙ্গল ক্লাবের ফেসবুক পেজেও মমতার সেই বার্তার ভিডিও পোস্ট করা হয়েছে। এদিকে দেবব্রত সরকার জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর ডাকে তিনি অবশ্যই যাবেন।
এই মুহুর্তে অত্যন্ত উদ্বিগ্ন ও হতাশ লাল-হলুদ সমর্থকরা। তবে সমর্থকদের উদ্দেশ্যে আশ্বাসবাণী দিয়েছেন লাল-হলুদের শীর্ষকর্তা। তিনি বলেছেন, "ইস্টবেঙ্গল সমর্থকরা আশাহত হবেন না। ইস্টবেঙ্গল ক্লাব কোনও দিন সমর্থকদের আশাহত করেনি। আমরা আশাবাদী, কোনও না কোনও পজিটিভ জিনিস হবে। হয়ত আমরা আইএসএল খেলব।"
সময় ক্রমশ চলে যাচ্ছে, এমন পরিস্থিতিতে শ্রী সিমেন্টের বিদায়ের জন্য ইস্টবেঙ্গল ক্লাব প্রস্তুত কিনা, সে নিয়ে দেবব্রত সরকার বলেছেন, "প্রস্তুত কিনা জানি না, পরিস্থিতির উপর নজর রেখে এগোবো। প্রতিষ্ঠানের ভালো যা হয়, সেভাবেই এগোব। এখানে আমি একা কোনও সিদ্ধান্ত নিতে পারি না, কর্মসমিতির সম্মিলিত যে সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্তটাই বহাল হয়। আমরা আজ এখানে যারা উপস্থিত আছি, আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই মুহুর্তে কোনও মন্তব্য করব না যতক্ষণ না কোনও চিঠি আসছে।"