আকবরের স্মৃতি ফিরিয়ে ১২ সেকেন্ডে গোল উইলিয়ামসের, স্মৃতিচারণা শ্যাম থাপার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি মরশুমে প্রথমবার শুরু থেকে খেলার সুযোগ পান অজি ফরোয়ার্ড ডেভিড উইলিয়ামস। আর নেমেই গড়লেন ইতিহাস। হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে খেলা শুরুর মাত্র ১২ সেকেন্ডে গোল করে আইএসএলের দ্রুততম গোল করলেন উইলিয়ামস।
বক্সের বাইরে থেকে দুরন্ত শটে গোল করে এটিকে মোহনবাগানকে একেবারে শুরুতেই এগিয়ে দেন ডেভিড উইলিয়ামস। বুঝতেই পারেননি গোলকিপার লক্ষ্মীকান্ত কাট্টিমনি। আর এর জেরে কিংবদন্তি ফুটবলার আকবরের স্মৃতি চলে এল মাথায়। ১৯৭৬ সালের বড় ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাত্র ১৭ সেকেন্ডে গোল করেছিলেন আকবর। সেই গোলেই ম্যাচ জেতে মোহনবাগান।
২০১৮ সালের আইএসএলে মাত্র ২৩ সেকেন্ডে গোল করে দ্রুততম গোলের রেকর্ড গড়েন ওড়িশা এফসির জেরি। তবে সেই গোলের থেকে ১১ সেকেন্ড আগে গোল করলেন উইলিয়ামস। ১৯৯৯ সালের দক্ষিণ এশিয়া গেমসে ভূটানের বিরুদ্ধে ১২ সেকেন্ডে গোল করেন আইএম বিজয়ন।
ডেভিড উইলিয়ামসের এই গোল নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন কিংবদন্তি ফুটবলার শ্যাম থাপা। এক্সট্রা টাইম বাংলার সাথে ফোনালাপে তিনি বলেন, "এই ধরণের বিষয়গুলি খুবই বিরল ঘটে। রেকর্ড গড়ে ভাঙার জন্য। তখন কে মনে করেছিল আকবর ওরকম গোল করবে। উইলিয়ামস ভালো শট মেরেছে, গুড গোল। যেহেতু কারোর টাচ না লেগে গোলে ঢুকেছে, তাই এই গোলের গুরুত্ব রয়েছে।"
দুই গোলের তুলনা নিয়ে শ্যাম থাপা বলেন, "আকবরের গোলটা হেডারে হয়েছে, উইলিয়ামসেরটা শটে। আকবরের গোলটা ছিল ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ, ৮০-৯০ হাজার দর্শক ছিল। ওই গোলের মূল্য অনেক বেশি ছিল। আজ হায়দ্রাবাদের বিরুদ্ধে আইএসএলের একটা লিগ খেলা চলছে। অবশ্যই আকবরের গোলটা বেশি মূল্যের।"