চমক! ওড়িশা এফসির সাথে যুক্ত হলেন বিশ্বকাপজয়ী কিংবদন্তী ফরোয়ার্ড ডেভিড ভিয়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ওড়িশা এফসির নয়া প্রেসিডেন্ট হিসেবে ব্রিটিশ-ভারতীয় বংশোদ্ভুত ব্যবসায়ী রাজ আটওয়াল আসার পরেই ইঙ্গিত ছিল, ক্লাবের জন্য চমকপ্রদ কোনও খবর আসতে চলেছে। এবার সেই চমক হাজির। ইন্ডিয়ান সুপার লিগের এই ফ্র্যাঞ্চাইজির সাথে যুক্ত হলেন বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফরোয়ার্ড ডেভিড ভিয়া।
তবে খেলোয়াড় হিসেবে জন্য, আন্তর্জাতিক ফুটবলের উপদেষ্টা হিসেবে ক্লাবের সাথে যুক্ত হলেন ভিয়া। আর এই দায়িত্বে থেকে ওড়িশার ফুটবল ও দলগঠনের প্রক্রিয়াকে সামলাবেন তিনি। পাঁচ বছর আগে ডিভি সেভেন নামে একটি ফুটবল উপদেষ্টা সংস্থা খুলেছিলেন ভিয়া, এবং সেখানে বিশ্বের একাধিক হেভিওয়েট ক্লাবের সাথে কাজও করেছেন তিনি।
সব মিলিয়ে, ক্লাবের টেকনিক্যাল কমিটির মুখ্য ভূমিকা পালন করবেন ডেভিড ভিয়া। এছাড়া ওড়িশা এফসির প্রাক্তন কোচ জোসেপ গাম্বাউ এবং ভিক্টর ওনাতে এই কমিটির অংশ হিসেবে থাকবেন।
এই নিয়ে স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ভিয়া বলেছেন, "আমি চেষ্টা করব এবং নিজের অভিজ্ঞতাকে নিয়ে আসব। অবশ্যই, আমি ভারতে খেলিনি তবে ২০ বছর একজন পেশাদার হিসেবে খেলে এসেছি। আর যে সকল প্রকল্পে আমার টিম ছিল, আমি নিজের ফুটবল অভিজ্ঞতা দিয়ে চেষ্টা করে গিয়েছি।"
৩৯ বছরের এই স্প্যানিশ ফরোয়ার্ড বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে বিবেচিত হতেন। বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ, নিউ ইয়র্ক সিটি এফসির হয়ে প্রচুর গোল করেছেন ভিয়া। স্পেনের জাতীয় দলের অন্যতম বড় অংশ ছিলেন তিনি। গত মরশুমে আন্দ্রে ইনিয়েস্তার সাথে জাপানের ভিসেল কোবেতে খেলার পর অবসর নেন ভিয়া, তবে নিজের শেষ মরশুমেও ১৩টি লিগ গোল করেন ভিয়া।
আর এর জেরে এখনও ফুটবল খেলার অবস্থায় রয়েছে ভিয়া। আর সেই মত তাকে খেলার প্রস্তাবও দিয়েছিল ওড়িশা। কিন্তু নিজের অবসর নিয়ে এখনও অবস্থান স্থায়ী করে রেখেছেন তিনি। এই নিয়ে ভিয়া বলেছেন, "এটাই প্রথম প্রশ্ন ছিল ওড়িশার মানুষদের। আমি বছরখানেক আগে সিদ্ধান্ত নিয়েছিলাম ফুটবল খেলব না কারণ আমি ভেবেছিলাম এটিই সেরা সময়, এমন নয় যে আমি আর ফুটবল খেলতে পারব না। আমি মনে করি যে আমি অনুশীলন করলে আবারও ফুটবল খেলতে পারি।"
এদিকে ডেভিড ভিয়ার মত এমন কিংবদন্তীকে ক্লাবের সাথে যুক্ত করতে পেরে খুশি নয়া প্রেসিডেন্ট রাজ আটওয়াল। তিনি বলেছেন, "ডেভিডের আগমণ জাতি, সমর্থক এবং ইন্ডিয়ান ফুটবল লিগে ওড়িশা ফুটবল ক্লাবের মনোভাবকে বুঝিয়েছে। সকলেই জানে ডেভিড ভিয়া নিজের সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার ছিলেন। উনি বিশ্বকাপ, ইউরো, লা লিগা, চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। এই তালিকা অফুরন্ত। উনি আমাদের ক্লাবের লক্ষ্যকে দেখেছেন। উনি নিজের বিশাল অভিজ্ঞতাকে আমাদের ক্লাবে এবং ভারতীয় ফুটবলে নিয়ে আসবেন।"